শিরোনাম
দক্ষিণাঞ্চলের সাংগঠনিক দায়িত্বে ডা. মাহমুদা মিতু, এনসিপির আঞ্চলিক টিম ঘোষণাবরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজোসোহরাওয়ার্দী অভিমুখে ‘মার্চ ফর গাজা’আওয়ামী লিগ’সহ পাঁচ দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন

বরিশালে ধর্ষণে অন্তঃসত্ত্বা নারীর মামলায় প্রধান আসামি গ্রেফতার

বরিশালে ধর্ষণে অন্তঃসত্ত্বা নারীর মামলায় প্রধান আসামি গ্রেফতার

ক্রাইম জোন ২৪।।বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার এলাকায় ধর্ষণের ঘটনায় অন্তঃসত্ত্বা এক নারীর দায়ের করা মামলার প্রধান আসামি আলী আকবর ফকিরকে র‌্যাব-৮ এর সহায়তায় ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা জানান, ২০২৪ সালের ৩১ অক্টোবর রাতে আলী আকবর ফকির এবং তার সহযোগী মাহাবুব সিকদার এক নারীর সাথে বিয়ের জন্য পাত্রের সঙ্গে দেখা করার কথা বলে তাকে একটি নির্জন বাগানের পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে আলী আকবর তাকে জোরপূর্বক ধর্ষণ করে, এবং তার সহযোগী মাহাবুব সিকদার এ সময় লোকজনের গতিবিধি লক্ষ্য করে। এরপর তারা ওই নারীকে হুমকি দেয় এবং একদিন পর ভ্যানে করে তাকে বাজারে নামিয়ে দেয়।

তিনি আরও জানান, পরবর্তীতে ওই নারী অন্তঃসত্ত্বা হলে পরিবারের মাধ্যমে বিষয়টি প্রকাশ পায়। পরে ১ ফেব্রুয়ারি ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলার আসামিরা পালিয়ে যাওয়ায় র‌্যাবের সহায়তা নেয়া হয়।

র‌্যাব-৮ এর সহায়তায় প্রধান আসামি মো. আলী আকবর ফকিরকে ঢাকার মিরপুর থেকে গ্রেফতার করা হয়।

অভিযুক্তকে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হবে বলে থানার অফিসার ইনচার্জ জানান।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button