প্রেমিককে মারধর করে প্রেমিকাকে ধর্ষণের চেষ্টা
রাঙ্গুনিয়ায় যুবক আটক


ক্রাইম জোন ২৪।। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রেমিককে মারধর করে তার প্রেমিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের চাঁদ নগর এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তির নাম মো. রফিক (৩৯)। তিনি উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের আন্ন সিকদার পাড়া গ্রামের তাজুল মল্লিকের ছেলে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর এক যুগল ১৫ দিন আগে পালিয়ে গিয়ে চট্টগ্রাম শহরে বসবাস শুরু করে। অভিযুক্ত রফিক, যার সঙ্গে প্রেমিকের আগে থেকেই বন্ধুত্ব ছিল, তাদের নিজের গ্রামের বাড়িতে বেড়ানোর প্রলোভন দেখিয়ে লালানগর পাহাড়স্থ চাঁদ নগর এলাকায় নিয়ে যায়।
সেখানে নিয়ে রফিক ও তার ৪-৫ সহযোগী প্রেমিককে মারধর করে, তার মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। এরপর কিশোরীকে ধর্ষণের উদ্দেশ্যে পাহাড়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
তবে কিশোরীর চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে রফিককে আটক করে পুলিশে সোপর্দ করে।
রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হাওলাদার জানান, কিশোরী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। মামলার পর অভিযুক্ত রফিককে জেলহাজতে পাঠানো হয়েছে।