শিরোনাম
বরিশালে জাল নোটসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ ২৫ হাজার টাকা মূল্যমানের নকল মুদ্রাবরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন খাল থেকে উপপরিচালকের লাশ উদ্ধারছাত্রলীগ নেতাকে জিম্মি করে চাঁদা দাবি, ধরা খেলেন ছাত্রদল পরিচয়ধারী ৩ জনবরিশাল-কুয়াকাটা মহাসড়কে ইউনিক পরিবহনের বাস পুকুরে, ছয় লেন সড়কের দাবিতে উত্তাল জনমতবরিশালে নকল প্রসাধনী বিক্রির সময় গ্রেফতার ৩, ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ডবরিশালে বিয়ের প্রলোভনে ধর্ষণ: মামলা তুলতে চাপ, ইউপি সদস্যের বিরুদ্ধে ধামাচাপার অভিযোগআন্তঃকলেজ ক্রিকেটে দেশসেরা চ্যাম্পিয়ন বিএম কলেজ বরিশালমীরগঞ্জ ফেরিঘাটে ১৩০০ সরকারি বইসহ আটক ১পাকস্থলীর ক্যান্সারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীর মৃত্যু“গণঅভ্যুত্থানের শক্তিগুলোকে বিভাজিত দেখতে চাই না” — বরিশালে এ বি পার্টির ফুয়াদ

আবরার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পলায়ন

সরকারের ব্যর্থতায় উত্তাল বুয়েট

আবরার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পলায়ন

ক্রাইম জোন ২৪।। আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি কারাগার থেকে পালিয়েছেন বলে জানা গেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে এ খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষোভে ফেটে পড়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।

হাইকোর্টের আপিল ও ডেথ রেফারেন্স শুনানির শেষ পর্যায়ে বিচারপতির মন্তব্য থেকেই জানা যায়, মুনতাসির আল জেমি ৫ আগস্টের পর থেকে পলাতক। আদালতে তার পক্ষে কোনো আইনজীবীও উপস্থিত ছিলেন না।

আবরার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পলায়ন

বুয়েট শিক্ষার্থীদের দাবি, “ফাঁসির আসামিদের স্থান নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে থাকা কনডেম সেলে। সেখান থেকে এমন একজন আসামির পলায়ন সরকারের অব্যবস্থাপনা ও বিচার ব্যবস্থার ব্যর্থতার নিকৃষ্ট উদাহরণ।”

সোমবার রাত ১১টার দিকে বুয়েট শহীদ মিনার থেকে কয়েকশ শিক্ষার্থীর মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। সেখানে মধ্যরাতে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা সরকারের জবাবদিহিতা দাবি করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ। তিনি বলেন, “আমার ভাইয়ের খুনির পলায়নের জন্য রাষ্ট্র দায়ী। সরকার এটা জানত, কিন্তু লুকিয়ে রেখেছিল।”

তার বক্তব্যের মূল দাবি:

  • অবিলম্বে মুনতাসির আল জেমিকে গ্রেপ্তার করতে হবে।
  • পলায়নের সঙ্গে জড়িত কারা কর্মকর্তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
  • সরকারের ভূমিকা ও দায় নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।

বুয়েটের শিক্ষার্থীরা বলছেন, “এই ঘটনা আবরার হত্যার বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে।” নিরাপত্তাব্যবস্থা ও সরকারের স্বচ্ছতা নিয়ে জনগণের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

সর্বশেষ আপডেট ও বিশ্লেষণের জন্য ক্রাইম জোন ২৪-এর সঙ্গেই থাকুন।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button