প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ৩:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৫, ১০:৫০ পি.এম
আবরার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পলায়ন

ক্রাইম জোন ২৪।। আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি কারাগার থেকে পালিয়েছেন বলে জানা গেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে এ খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষোভে ফেটে পড়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।
হাইকোর্টের আপিল ও ডেথ রেফারেন্স শুনানির শেষ পর্যায়ে বিচারপতির মন্তব্য থেকেই জানা যায়, মুনতাসির আল জেমি ৫ আগস্টের পর থেকে পলাতক। আদালতে তার পক্ষে কোনো আইনজীবীও উপস্থিত ছিলেন না।

বুয়েট শিক্ষার্থীদের দাবি, "ফাঁসির আসামিদের স্থান নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে থাকা কনডেম সেলে। সেখান থেকে এমন একজন আসামির পলায়ন সরকারের অব্যবস্থাপনা ও বিচার ব্যবস্থার ব্যর্থতার নিকৃষ্ট উদাহরণ।"
সোমবার রাত ১১টার দিকে বুয়েট শহীদ মিনার থেকে কয়েকশ শিক্ষার্থীর মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। সেখানে মধ্যরাতে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা সরকারের জবাবদিহিতা দাবি করেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ। তিনি বলেন, "আমার ভাইয়ের খুনির পলায়নের জন্য রাষ্ট্র দায়ী। সরকার এটা জানত, কিন্তু লুকিয়ে রেখেছিল।"
তার বক্তব্যের মূল দাবি:
- অবিলম্বে মুনতাসির আল জেমিকে গ্রেপ্তার করতে হবে।
- পলায়নের সঙ্গে জড়িত কারা কর্মকর্তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
- সরকারের ভূমিকা ও দায় নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।
বুয়েটের শিক্ষার্থীরা বলছেন, "এই ঘটনা আবরার হত্যার বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে।" নিরাপত্তাব্যবস্থা ও সরকারের স্বচ্ছতা নিয়ে জনগণের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
সর্বশেষ আপডেট ও বিশ্লেষণের জন্য ক্রাইম জোন ২৪-এর সঙ্গেই থাকুন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]
© ক্রাইম জোন ২৪।। Crime Zone 24