ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকের বেশে ইতালির নাগরিককে ছিনতাই, গ্রেপ্তার ২


ঢাকার তুরাগে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকের ছদ্মবেশে এক ইতালির নাগরিককে ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া পাসপোর্ট, মুঠোফোন, নগদ অর্থসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগ জানায়, গতকাল ভোরে ঢাকায় নামার পর ইতালির নাগরিক বিমানবন্দরের সামনে থেকে উত্তরা পশ্চিম থানার ১৯ নম্বর সেক্টরের একটি হোস্টেলে যেতে মোটরসাইকেল ভাড়া করেন। কিন্তু চালক তাকে নির্ধারিত গন্তব্যে না নিয়ে ১৫ নম্বর সেক্টরের মেট্রোরেল স্টেশনসংলগ্ন সেতুর পাশে নিয়ে যায়। সেখানে আরেক ব্যক্তির সহায়তায় তার কাছ থেকে পাসপোর্ট, আইফোন, পরিচয়পত্র, ব্যাংক কার্ড ও ৫০ ইউরো ছিনিয়ে নেওয়া হয়।
ভুক্তভোগী থানায় অভিযোগ করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ১২ ঘণ্টার মধ্যে মালামাল উদ্ধার করে এবং দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী এবং দীর্ঘদিন ধরে যাত্রীদের টার্গেট করে অপরাধ করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।