বরিশালে খাল থেকে গলায় ফাঁস দেওয়া নারীর লাশ উদ্ধার


বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাসস্ট্যান্ড সংলগ্ন একটি খাল থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত হাসিনা বেগম চরকাউয়া ২নং ওয়ার্ডের বাসিন্দা ও চরকাউয়া বাস শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক ও খেয়াঘাট মাঝিমাল্লা সমিতির সভাপতি ওমর আলী খানের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী ছিলেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার এসআই সাহিনুল ইসলাম জানান, স্থানীয়রা খালের মধ্যে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের পরিবারের দাবি, জমি-সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তারা প্রশ্ন তুলেছেন, গলায় ফাঁস দেওয়া লাশ কীভাবে খালে আসতে পারে। দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ চেয়েছেন স্বজনরা।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।