শিরোনাম
দক্ষিণাঞ্চলের সাংগঠনিক দায়িত্বে ডা. মাহমুদা মিতু, এনসিপির আঞ্চলিক টিম ঘোষণাবরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজোসোহরাওয়ার্দী অভিমুখে ‘মার্চ ফর গাজা’আওয়ামী লিগ’সহ পাঁচ দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন

নিখোঁজের ৫ দিন পরেও খোঁজ নেই পঞ্চম শ্রেণির ছাত্র তাজিমের

নিখোঁজের ৫ দিন পরেও খোঁজ নেই পঞ্চম শ্রেণির ছাত্র তাজিমের

বরিশালের আগৈলঝাড়ায় পঞ্চম শ্রেণির ছাত্র তাজিম আহম্মেদ (আবু বক্কর) নিখোঁজ হওয়ার পাঁচদিন পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

গত ১৬ জানুয়ারি সকালে তাজিম স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। সে সরকারি পয়সা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং পয়সা গ্রামের ফায়েকউজ্জামান ঘরামীর ছেলে। বিকেলে তাজিম বাড়ি না ফেরায় তার বাবা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেন এবং এলাকাজুড়ে মাইকিং করেন।

পরিবার ও স্কুলের শিক্ষকরা মিলে পশ্চিম বাগধা গ্রামে তাজিমের নানা দেলোয়ার মিয়ার বাড়িতেও খোঁজ নিয়েছেন, তবে তার কোনো সন্ধান মেলেনি। ওই রাতেই তাজিমের বাবা থানায় সাধারণ ডায়েরি করেন।

সরকারি পয়সা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উত্তম কুমার বাড়ৈ জানান, ওই দিন সকালে তাজিমকে বিদ্যালয় মাঠে দেখা গেলেও সে ক্লাসে উপস্থিত ছিল না।

তাজিমের মা মীম বেগম বলেন, “সকালে তাকে নাস্তা খেতে দিয়ে সংসারের কাজে ব্যস্ত ছিলাম। তাজিম স্কুল ব্যাগ নিয়ে বের হয়। বিকেল ৩টায় বাড়ি না ফেরায় তার বাবাকে জানাই।”

তাজিমের বাবা ফায়েকউজ্জামান জানান, স্ত্রীর ফোন পেয়ে তিনি তাজিমের খোঁজ নিতে শুরু করেন। তবে এখনও তার কোনো হদিস পাওয়া যায়নি।

এ বিষয়ে আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং পরিবারের সঙ্গে কথা বলেছি। শিশুটিকে উদ্ধারে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button