শিরোনাম
দক্ষিণাঞ্চলের সাংগঠনিক দায়িত্বে ডা. মাহমুদা মিতু, এনসিপির আঞ্চলিক টিম ঘোষণাবরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজোসোহরাওয়ার্দী অভিমুখে ‘মার্চ ফর গাজা’আওয়ামী লিগ’সহ পাঁচ দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন

ফ্যাসিস্টের দোসররা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে: সেলিমা রহমান

ফ্যাসিস্টের দোসররা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে: সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, “বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছেন এবং তার দোসররা এখনো দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমাদের এই শাসকগোষ্ঠীকে প্রতিহত করে দেশকে মুক্ত করতে হবে এবং এজন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।”

শনিবার (১৮ জানুয়ারি) বরিশাল জেলার হিজলা উপজেলা পরিষদ মাঠে স্থানীয় বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন সেলিমা রহমান।

এদিন, রাষ্ট্রকাঠামো মেরামতে তারেক রহমানের উত্থাপিত ৩১ দফা পরিকল্পনা জনসাধারণের কাছে তুলে ধরতে উপজেলা বিএনপির উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়।

সেলিমা রহমান বলেন, “বিএনপি দেশের জনগণের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়িত হলে দেশের জনগণ তাদের সব নাগরিক অধিকার ফিরে পাবে।”

সভায় প্রধান বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ। এছাড়া বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, এমদাদুল হক চান, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, কেন্দ্রীয় যুবদল নেতা আবুল খায়ের খালেক হাওলাদার। সভাটি পরিচালনা করেন হিজলা যুবদলের আহ্বায়ক রিমন দেওয়ান এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজল খান।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button