শিরোনাম
রাবিতে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে অবস্থান ধর্মঘট স্থগিতখুলনায় ৫টি সোনার বারসহ চোরাকারবারি গ্রেপ্তারকিশোরদের কাছে ফের বিধ্বস্ত জ্যোতিরা, এবার জ্যোতিরা অলআউট ৪৯ রানেবিদ্যুৎ ও জ্বালানির সুনির্দিষ্ট নীতিমালার দাবি সিপিডিরঅমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকারমহেশখালীতে যুবককে তুলে নিয়ে গুলি করে হত্যাবিশ্ববিদ্যালয় প্রশাসন একটি দলের প্রতি পক্ষপাত করছে: ভিপি প্রার্থী সাদিক কায়েম‘যদি আমাদের শিশুরা মরত আর সবাই বলত এটা আমেরিকানদের প্রাপ্য, তখন কেমন লাগত’মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকাঢাকা-ইসলামাবাদ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক শুরু

দায়িত্ব ছাড়ার কিছু নেই, বাধা পেলে বলে দেব

দায়িত্ব ছাড়ার কিছু নেই, বাধা পেলে বলে দেব

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বাধাগ্রস্ত হলে দায়িত্ব ছেড়ে সব বলে দিব—এ বক্তব্য স্পষ্ট করতে একটি বার্তা দিয়েছেন ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস উপলক্ষে গতকাল শনিবার টিএসসিতে এক আলোচনা সভায় উপাচার্য ওই বক্তব্য দেন বলে গণমাধ্যমে প্রকাশ করা হয়। সভায় উপাচার্য সভাপতির বক্তব্য দেন।

এমন একটি বক্তব্য গণমাধ্যমে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তিনি বক্তব্য স্পষ্ট করতে একটি বার্তা দেন। এই আলোচনা সভাটি বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়।

এ ব্যাপারে প্রশ্ন করলে উপাচার্য নিয়াজ আহমদ খান বলেন, ‘দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা আমি বলিনাই। দায়িত্ব ছাড়ারও কিছু নাই। ডাকসু নির্বাচন একটা অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ। সহযোগিতা যদি না করে, কোথাও বাধাগ্রস্ত হলে, ওরা আমার হাত ছেড়ে দিলে, আমরা কোথায় আছি, কত দূরে আছি, কি পর্যায়ে আছি আপডেট দিয়ে দিব, জানিয়ে দিব—এটাই আমার পরিষ্কার কথা।’

ডাকসু নিয়ে উপাচার্য বলেন, ‘আমরা সবাই মিলে মাঠে নেমেছি, সবাই সহযোগিতা করলে আমি চেষ্টা করতে থাকব। এখানে কোনো ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের কিছু নেই, কোনো লুকোচুরিও নেই। সাহস করে মাঠে নেমেছি, কারণ এটা ছাত্রদের ব্যাপক ডাক। এ জন্য সবাইকে নিয়ে নেমেছি।’ তিনি আরও বলেন, এখনো পর্যন্ত মোটামুটি সহযোগিতা পাচ্ছি। বিশেষ করে ছাত্র সংগঠনগুলোর তাদের নিজস্ব মতবিরোধ থাকা সত্ত্বেও তারা এখনো পর্যন্ত ভালো আচরণ করছে, সহনশীল আচরণ করছে।’ তিনি বলেন, ‘আমি আশাবাদী ও চেষ্টা করতে থাকব। যেখানে বাধা পাব, কোনো লুকোচুরি নাই, সবাইকে আপডেট দিয়ে দিব। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা পবিত্র আমানত। ভালো-মন্দ যা কিছু হবে আমি সব বিষয়ে সাংবাদিকদের আপডেট দিয়ে দিব। এখন যেহেতু নির্বাচন কমিশন পরিচালিত করছে, বিষয়গুলো তাদের অধীনে এখন। আমি তাদের বলেছি, দুই-তিন দিন করে আপডেট দিতে, দরকার হলে, প্রতিদিন বিকেলে বা সন্ধ্যার দিকে আপডেট দিতে।’


ক্রাইম জোন ২৪

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button