শিরোনাম
হাইতির নিরাপত্তা ও কর আদায়ের দায়িত্বে মার্কিন নিরাপত্তা ঠিকাদারি সংস্থাঅস্ট্রেলিয়ার রাস্তায় আমির খানের সঙ্গে দিব্য জ্যোতিষষ্ঠ শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন শুরু, কীভাবে করবেনদৌলতপুরে পদ্মায় নতুন করে পানি না বাড়লেও দুর্ভোগ কমেনি বন্যার্তদেরভোট গণনার আগে পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা আছে: গয়েশ্বরভোলায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহতইন্দোনেশিয়ায় প্রেসিডেন্টের ‘ফ্রি মিল’খেয়ে ৩৬৫ শিক্ষার্থী অসুস্থসড়কটি যেন পরিণত হয়েছে পুকুরে, ভোগান্তিতে গ্রামবাসীশিরোপা ধরে রাখার লক্ষ্যে নামছে লিভারপুল, খেলা দেখবেন কোথায়ধার্মিক নাকি আধ্যাত্মবাদী, জবাবে যা বললেন আমির খান

রাজশাহীতে ঘর থেকে দুই সন্তান ও বাবা-মায়ের লাশ উদ্ধার

রাজশাহীতে ঘর থেকে দুই সন্তান ও বাবা-মায়ের লাশ উদ্ধার

রাজশাহীর পবা উপজেলায় একটি বাড়িতে দুই সন্তানসহ এক দম্পতির লাশ পাওয়া গেছে। পারিলা ইউনিয়নের বামনশিকড় এলাকায় এ ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাত থেকে আজ শুক্রবার ভোরের মধ্যে যেকোনো সময় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মতিহার থানার ওসি আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন—মনিরুল, তাঁর স্ত্রী মনিরা এবং তাদের দুই সন্তান মিথিলা ও মাহিম। তাঁদের বয়স নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, মৃত্যুর আগে মনিরুল একটি সুইসাইড নোট লিখে গেছেন। নোটে তিনি ঋণগ্রস্ত এবং প্রচণ্ড অভাবের কথা উল্লেখ করেছেন।

মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, ‘ঘটনাস্থলে ইতিমধ্যে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও সেখানে রওনা হয়েছি। এখন বিস্তারিত কিছু বলতে পারছি না। তবে ধারণা করা হচ্ছে, মনিরুল তার স্ত্রী ও সন্তানদের শ্বাসরোধে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। লাশ সেখান থেকে উদ্ধারের পর রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।’


ক্রাইম জোন ২৪

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button