শিরোনাম
জামায়াতের সাবেক এমপির সুপারিশপ্রাপ্ত আজমীরা শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় অকৃতকার্যচিটাগংয়ের সঙ্গে বিসিবির সমঝোতা চুক্তি বাতিল‘এক করপোরেশন, এক পে-স্কেল’ দাবিতে সিইউএফএলে বিক্ষোভউল্লাপাড়ায় নিখোঁজের তিন দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধারসোনারগাঁয়ে ১০ গ্রামের ৩০ হাজার মানুষ পানিবন্দীশাহদীন মালিককে সুপ্রিম কোর্টে দুদকের অস্থায়ী আইনজীবী নিয়োগপাকিস্তান শাহিনসের কাছে পাত্তা পেল না বাংলাদেশ ‘এ’ইটনা স্টেডিয়ামে খেলা বন্ধ করায় ইউএনওর বাসায় হামলা, ৯ পুলিশ-আনসার সদস্য আহতভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফিটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনেনেত্রকোনায় বিএডিসি ভবনের ছাদ ধসে ৩ শ্রমিকের মৃত্যু

প্রান্তিক জনগোষ্ঠীর আবাসন সুবিধা বাড়াতে কাজ করছে ডিএনসিসি

প্রান্তিক জনগোষ্ঠীর আবাসন সুবিধা বাড়াতে কাজ করছে ডিএনসিসি

প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপদ ও মর্যাদাপূর্ণ আবাসন সুবিধা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, ‘এটি আমাদের নৈতিক দায়িত্ব, আর সে লক্ষ্যে আমরা নানা কার্যক্রম পরিচালনা করছি।’

গতকাল বুধবার (১৩ আগস্ট) ডিএনসিসি কনফারেন্স রুমে ‘Community-Led Housing for Cleaner Communities’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সেমিনারটি যৌথভাবে আয়োজন করে ডিএনসিসি, কো-হ্যাবিট বাংলাদেশ ও প্ল্যাটফর্ম অব কমিউনিটি অ্যাকশন অ্যান্ড আর্কিটেকচার।

অনুষ্ঠানে গাবতলী ও মিরপুরের পরিচ্ছন্নতাকর্মী কমিউনিটির সদস্যসহ দেশের শীর্ষ নগর পরিকল্পনাবিদ, শিক্ষাবিদ, আইনজীবী, ওয়াটার এইড, হ্যাবিটেট ফর হিউম্যানিটি, ব্লাস্ট, গ্রামবাংলা উন্নয়ন কমিটি, ভূমিজ, নগর আবাদসহ বিভিন্ন এনজিও ও আবাসন অধিকার আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডিএনসিসি কনফারেন্স রুমে আয়োজিত সেমিনার। ছবি: বিজ্ঞপ্তি
ডিএনসিসি কনফারেন্স রুমে আয়োজিত সেমিনার। ছবি: বিজ্ঞপ্তি

আলোচনায় বক্তারা বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা নগরজীবনের অপরিহার্য অংশ এবং নিরাপদ আবাসন তাঁদের মৌলিক অধিকার। কমিউনিটি নেতৃত্বাধীন আবাসন নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি নগরের আর্থিক, সামাজিক ও স্বাস্থ্যগত উন্নয়নেও অবদান রাখে।

সেমিনারে মিরপুরের পরিচ্ছন্নতাকর্মীদের নিজস্ব বসতির ম্যাপিং ও উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করা হয় এবং আবাসন সমস্যার টেকসই সমাধানে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়। বক্তারা ন্যায্যতা ও মানবাধিকারের প্রশ্নে প্রচলিত আইন ও নীতিমালার পুনর্বিবেচনার আহ্বান জানান।

ডিএনসিসি ইতিমধ্যে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং তাঁদের নিজস্ব প্রচেষ্টাকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। বক্তারা মনে করেন, সফল কমিউনিটি নেতৃত্বাধীন আবাসন মডেল গড়ে তুলতে পারলে তা সারা দেশে বিস্তৃত করা সম্ভব হবে।


ক্রাইম জোন ২৪

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button