শিরোনাম
কিউবার অভিষেক, সিরিয়ার ক্লাবকে হারিয়ে মূলপর্বে বসুন্ধরামালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর টাকা আত্মসাৎকারীদের দায়মুক্তি উদ্বেগজনক: বিসিএসএমস্কুলে ঢুকে শিক্ষককে পেটালেন আ.লীগ নেতার ভাতিজাভারতের ১৪০ কোটি মানুষ প্রস্রাব করলে পাকিস্তানে সুনামি হবে: বিলাওয়াল ভুট্টোকে মিঠুন চক্রবর্তীউত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তারফেসবুক লাইভে এসে রক্তাক্ত ডাক্তারের বাঁচার আকুতিউইন্ডোজ ব্যবহারকারীদের গুগল ক্রোম ব্যবহারে সতর্ক করল মাইক্রোসফটআসিম মুনির স্যুট পরা ওসামা বিন লাদেন: সাবেক পেন্টাগন কর্মকর্তামার্কিন শুল্কের ঘা খেয়ে পুতিন-জেলেনস্কির সঙ্গে মোদির ফোনালাপ, পরবর্তী কৌশল কীগোপালগঞ্জে তদন্ত শুরু বিচার বিভাগীয় কমিটির

নেশা করতে স্ত্রীর বেতনের টাকা দাবি, না পেয়ে হাতুড়িপেটায় হত্যা

নেশা করতে স্ত্রীর বেতনের টাকা দাবি, না পেয়ে হাতুড়িপেটায় হত্যা

চট্টগ্রামে নেশার টাকা চেয়ে না পেয়ে স্ত্রীকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (৮ আগস্ট) গভীর রাতে চট্টগ্রাম নগরীর বন্দর থানার মাইজপাড়া এলাকায় নিজ বাসায় আছমা বেগম (৪১) নামের ওই গৃহবধূ খুনের ঘটনা ঘটে। ঘটনার পর প্রতিবেশী ও স্বজনেরা মিলে গৃহবধূর স্বামী মো. বেল্লাল হোসেনকে (৪৫) ধরে পুলিশে তুলে দেন।

বেল্লালের বাড়ি ভোলা জেলায়। এ দম্পতির ১৭ বছর বয়সের এক ছেলে রয়েছে বলে জানা গেছে।

একই এলাকার বাসিন্দা আছমার মামা মো. আনোয়ার জানান, আছমা পোশাক কারখানায় চাকরি করত। বেল্লাল সেফটিক ট্যাংক পরিষ্কারের কাজ করত। সে নিয়মিত ইয়াবা ও গাঁজা সেবন করে। নেশার টাকার জন্য নিয়মিত স্ত্রীর সঙ্গে ঝগড়া, অশ্লীল ভাষায় গালাগাল ও মারধর করত।

আনোয়ার বলেন, গত বৃহস্পতিবার আছমা বেতন পেয়েছে। বেল্লাল বেতনের টাকাগুলো তার হাতে দেওয়ার জন্য বলে। কিন্তু আছমা দিতে না চাইলে তার সঙ্গে শুক্রবার রাতে ঝগড়া শুরু করে। তাঁকে মারধর করতে থাকে। ছেলে তখন পাশের রুমে ছিল। একপর্যায়ে সে তার মায়ের চিৎকার শুনতে পায়। তখন সে ওই কক্ষে গিয়ে দেখতে পায়, তার বাবা হাতুড়ি নিয়ে তাঁর মাকে মারছে। মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করার পর তার মা মেঝেতে লুটিয়ে পড়ে। মাথা থেকে রক্ত ঝরতে থাকে।

আনোয়ার জানান, প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে তিনি সেখানে যান। বাসার জানালা দিয়ে দেখেন, আছমা মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তখন আছমার ছেলে দরজা খুলে দিলে তিনি ভেতরে ঢোকেন। পরে সবাই মিলে বেল্লালকে আটকে রাখেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাবউদ্দিন বলেন, নেশার টাকার জন্য ঝগড়ার একপর্যায়ে স্বামীর হাতুড়ির আঘাতে স্ত্রী মারা যান। ঘটনার পর অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button