শিরোনাম
কিউবার অভিষেক, সিরিয়ার ক্লাবকে হারিয়ে মূলপর্বে বসুন্ধরামালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর টাকা আত্মসাৎকারীদের দায়মুক্তি উদ্বেগজনক: বিসিএসএমস্কুলে ঢুকে শিক্ষককে পেটালেন আ.লীগ নেতার ভাতিজাভারতের ১৪০ কোটি মানুষ প্রস্রাব করলে পাকিস্তানে সুনামি হবে: বিলাওয়াল ভুট্টোকে মিঠুন চক্রবর্তীউত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তারফেসবুক লাইভে এসে রক্তাক্ত ডাক্তারের বাঁচার আকুতিউইন্ডোজ ব্যবহারকারীদের গুগল ক্রোম ব্যবহারে সতর্ক করল মাইক্রোসফটআসিম মুনির স্যুট পরা ওসামা বিন লাদেন: সাবেক পেন্টাগন কর্মকর্তামার্কিন শুল্কের ঘা খেয়ে পুতিন-জেলেনস্কির সঙ্গে মোদির ফোনালাপ, পরবর্তী কৌশল কীগোপালগঞ্জে তদন্ত শুরু বিচার বিভাগীয় কমিটির

টঙ্গীতে এবার খণ্ডিত মাথা উদ্ধার

টঙ্গীতে এবার খণ্ডিত মাথা উদ্ধার

Ajker Patrika

টঙ্গীতে এবার খণ্ডিত মাথা উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ২২: ১৩

Photo

ঘটনাস্থলে কাজ করছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে এক ব্যক্তির খণ্ডিত মাথা উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৮টার দিকে টঙ্গীর বনমালা রেলগেট এলাকার একটি বহুতল ভবনের দ্বিতীয় তলার টয়লেটের ফলস ছাদে ওই খণ্ডিত মাথার সন্ধান মিলেছে।

খবর পেয়ে পুলিশ খণ্ডিত মাথাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এর আগে পুলিশ গতকাল শুক্রবার সকালে টঙ্গীর স্টেশন রোড এলাকায় দুটি পলিথিনে মোড়ানো একটি ট্রাভেল ব্যাগে অলি (৩৫) নামের এক যুবকের মাথাবিহীন খণ্ডিত লাশ উদ্ধার করে। অলি বাসচালকের সহকারী (হেলপার) ছিলেন। লাশের আট খণ্ড পাওয়া যায় ব্যাগে।

এ ঘটনায় শুক্রবার রাতেই মৃত অলির স্ত্রী শাহনাজ আক্তার বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা করেন।

জানা যায়, শুক্রবার মামলা করার পর পুলিশের পাশাপাশি হত্যাকাণ্ডের কারণ ও হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে নেমে ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। শনিবার দুপুরে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে দুজনকে আটক করেছে র‍্যাব। এমন তথ্য জানিয়ে শনিবার বিকেলে র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের মোবাইল ফোনে খুদে বার্তা পাঠানো হয়।

এরই কিছুক্ষণ পর টঙ্গী পূর্ব থানা-পুলিশ টঙ্গীর বনমালা রেলগেট এলাকার ফখরুল ইসলামের বহুতল ভবনের দ্বিতীয় তলার টয়লেটের ফলস ছাদ থেকে পলিথিনে মোড়ানো অর্ধগলিত খণ্ডিত মাথা উদ্ধার করে। মাথাটি হেলপার অলির বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, খণ্ডিত মাথাটি অর্ধগলিত। বাসের হেলপার অলির বলে ধারণা করা হচ্ছে। খণ্ডিত মাথাটি পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

তবে মাথা উদ্ধারের ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button