শিরোনাম
শিক্ষার্থীদের কারিগরিমুখী করতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে, জানালেন সচিবনির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদের নাম প্রকাশ করুন: সরকারকে ফারুকগত এক বছরে সমাজে বৈষম্য বেড়েছে: সাইফুল হকমামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্রোক থাকবে এস আলমের ২০০ কোটির সম্পত্তিপানিতে তলিয়েছে সন্তানের কবর, কাঁদলেন এক বাবাওপেনএআই মাইক্রোসফটকে গিলে খাবে: নাদেলাকে মাস্কের সতর্কবার্তাআবাসিক এলাকা দিয়ে রেলের কর্ডলাইন নির্মাণের প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভচীন সফর বাতিল করল আর্জেন্টিনা, নতুন প্রতিপক্ষ কারাচট্টগ্রামে সেতু ধসের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটিনিখোঁজের দুই দিন পর গোরস্থানে মিলল নির্মাণশ্রমিকের লাশ

কুয়েতে সেনাদের প্রশিক্ষণ দেবে বাংলাদেশের নারী প্রশিক্ষকেরা

কুয়েতে সেনাদের প্রশিক্ষণ দেবে বাংলাদেশের নারী প্রশিক্ষকেরা

Ajker Patrika

কুয়েতে সেনাদের প্রশিক্ষণ দেবে বাংলাদেশের নারী প্রশিক্ষকেরা

অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ১১: ৩৬

Photo

কুয়েতি সেনাবাহিনীতে নারী সদস্য অন্তর্ভুক্তির প্রক্রিয়া জোরদার করতে নারী প্রশিক্ষক পাঠাবে বাংলাদেশ। ছবি: কুয়েত সেনাবাহিনী।

কুয়েতি সেনাবাহিনীতে নারী সদস্য অন্তর্ভুক্তির প্রক্রিয়া জোরদার করতে নারী প্রশিক্ষক পাঠাবে বাংলাদেশ। এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলছে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম আশারক আল আওসাত।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ হুসেইন স্থানীয় দৈনিক আল-জারিদাকে বলেন, কুয়েতি সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশি নারী সেনা সদস্যদের কুয়েতি নারী সদস্যদের প্রশিক্ষণে যুক্ত করার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে কুয়েত ধাপে ধাপে সেনাবাহিনীতে নারীর অংশগ্রহণ বাড়াচ্ছে। ২০২১ সালে সেনাবাহিনীর নির্দিষ্ট কিছু পদে নারীদের যোগদানের অনুমতি দেয় কুয়েত সরকার। এরপর চলতি বছরের জুনে প্রথমবারের মতো আলি আল সাবাহ সামরিক কলেজে নারী অফিসার ক্যাডেটদের ভর্তি কার্যক্রম শুরু হয়। এ প্রসঙ্গে গত এপ্রিল মাসে কুয়েতি সেনাবাহিনীর উপ-প্রধান জেনারেল পাইলট শেখ সাবাহ আল-জাবের আল সাবাহ বলেন, ‘নারীদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্তি কুয়েতি সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নের অংশ।’

রাষ্ট্রদূত সৈয়দ হুসেইন জানান, সম্প্রতি তিনি লেফটেন্যান্ট জেনারেল শেখ সাবাহ আল-জাবেরের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ছিল কুয়েতের মুবারক আল-আবদুল্লাহ যৌথ কমান্ড ও স্টাফ কলেজ এবং বাংলাদেশের সমমানের প্রতিষ্ঠানের মধ্যে প্রশিক্ষক বিনিময়, দুই দেশের মধ্যে যৌথ কমান্ডো প্রশিক্ষণ পুনরায় চালু করা, সামরিক আবাসন ও ব্যারাক নির্মাণে প্রকৌশল সহায়তা প্রদান এবং কুয়েতি সেনাবাহিনীর নারী সদস্যদের প্রশিক্ষণে বাংলাদেশি নারী প্রশিক্ষক পাঠানো।

এ ছাড়া আলোচনা হয়েছে সামরিক ব্যান্ড পরিচালনায় সহযোগিতা, কুয়েতি সামরিক ব্যান্ডের প্রশিক্ষণ ও জনবল সরবরাহে বাংলাদেশের সহায়তা, চুক্তি অনুযায়ী ছদ্মবেশী সামরিক পোশাক সরবরাহ এবং কুয়েতে বিশেষায়িত উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়ে।

বর্তমানে কুয়েতে প্রায় পাঁচ হাজার বাংলাদেশি সামরিক সদস্য কর্মরত আছেন, যাদের মধ্যে অনেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন তথ্যপ্রযুক্তি ইউনিটসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করছেন বলে জানান রাষ্ট্রদূত।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button