শিরোনাম
নওগাঁ সীমান্তে নারী-শিশুসহ ১৮ জনকে পুশইনছয় মাসের মধ্যে স্টারলিংক ইন্টারনেট পাবে পাহাড়ের ১০০ স্কুলবহুল প্রতীক্ষিত জিপিটি-৫ বিনা মূল্যে পাবেন উইন্ডোজ ১১ ব্যবহারকারীরাবিকল টয়লেটের ফ্লাশ, এক ঘণ্টা উড়ে ফিরে এল বিমানের ফ্লাইটবিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের ভেন্যু নিয়ে বড্ড ঝামেলায় ভারত-আইসিসিগাজীপুরে সাংবাদিক হত্যা: খাগড়াছড়িতে বিক্ষোভ ও সমাবেশগাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় মামলা, জিজ্ঞাসাবাদের জন্য আটক ৫সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ময়মনসিংহে সাংবাদিকদের মানববন্ধনজুনে বাংলাদেশ থেকে পোশাক আমদানি ৪৪ শতাংশ বাড়িয়েছে যুক্তরাষ্ট্রআবার শুরু হচ্ছে ‘ম্যাজিক বাউলিয়ানা’

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাট্যকলা বিভাগে শিক্ষক হিসেবে নিয়োগ পেতে যাওয়া দুই প্রার্থীর ডোপ টেস্টে গাঁজাজাতীয় মাদকের উপস্থিতি ধরা পড়েছে। ফলে তাঁদের নিয়োগ প্রক্রিয়া আটকে গেছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে জানান, গত সোমবার তাদের ডোপ টেস্টে ফলাফল পজিটিভ এসেছে।

প্রার্থীরা হলেন—চবির নাট্যকলা বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী গোলাম রাব্বানী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ড. ইমরুল আসাদ।

গত ২৮ জুলাই নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগের লিখিত, মৌখিক ও প্রেজেন্টেশন পরীক্ষায় তারা উত্তীর্ণ হন। পরে নিয়ম অনুযায়ী ডোপ টেস্টে অংশ নিলে দুজনের শরীরে গাঁজাজাতীয় মাদকের উপস্থিতি মেলে।

এ বিষয়ে গোলাম রাব্বানীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। অপর প্রার্থীর ফোন নম্বরই পাওয়া যায়নি।

নাট্যকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ফাহমিদা সুলতানা তানজি বলেন, ‘রিপোর্ট এখনো হাতে পাইনি। রিপোর্ট পজিটিভ হলে প্রশাসন নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে।’

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, ‘চবিতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী—সব নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক। যাঁর ফলাফল পজিটিভ আসবে, তাকে কোনোভাবেই নিয়োগ দেওয়া হবে না। ধাপে ধাপে সবাইকে ডোপ টেস্টের আওতায় আনা হবে।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button