শিরোনাম

ব্যাটিং বিপর্যয়ের পরও দুর্দান্ত জয় বাংলাদেশের

ব্যাটিং বিপর্যয়ের পরও দুর্দান্ত জয় বাংলাদেশের

ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজে নিজেদের পঞ্চম ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ যুবারা। আজ হারারে স্পোর্টস ক্লাবে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে তারা ৫ উইকেটে। দুর্দান্ত বোলিংয়ে প্রোটিয়াদের ১৪৭ রানে আটকে রেখেছিল বাংলাদেশ। জবাবে ১৪৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আজিজুল হাকিম তামিমের দল। তবে সামিউন বশির ও মোহাম্মদ আব্দুল্লাহর ব্যাটিং দৃঢ়তায় শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

টস জিতে আগে প্রোটিয়াদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম। সানজিদ মজুমদারের ঘূর্ণি, ইকবাল হোসেন ইমন ও আল ফাহাদের তোপ দাগানো বোলিংয়ে ৪৫ রানে ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

তারপরও মিডল অর্ডার ব্যাটার পল জেমসের ৩৩, ভিহান প্রিটোরিয়াসের ১৮ ও ব্যান্ডিল এমবাথার ৩৯ রানের সৌজন্যে ৩৭.২ ওভারে ১৪৭ রান স্কোরে জমা করে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বোলারদের মধ্যে সানজিদ ৪টি, আল ফাহাদ ও সামিউন বশির ২টি করে এবং ইমন নিয়েছেন ১ উইকেট।

লক্ষ্য ছোট হলেও কিছুটা কঠিন করেই জিততে হলো বাংলাদেশকে। ৬৮ রানে হারায় ৫ উইকেট। প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে চারজনই এক অঙ্কের ঘরে ড্রেসিংরুমে ফেরেন। ব্যাটিং ধসের মধ্যেও সাবলীল ছিলেন ওপেনার রিফাত বেগ। ৪৭ বলে ৪৩ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছক্কা।

দ্রুত ৫ উইকেট হারানোর পর বিপর্যয় সামলে বাংলাদেশকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন আব্দুল্লাহ ও বশির। সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে দারুণ এক ফিফটি করেছেন বশির। ৩৬ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। ইনিংসে ছিল ৩টি ছক্কা ও ৬টি চার। আব্দুল্লাহর ব্যাট থেকে আসে ৪৭ বলে ২০ রান।

ষষ্ঠ উইকেটে আব্দুল্লাহ ও বশির ৮০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। ২৯.৩ ওভারে ১৪৮ রানের লক্ষ্য তাড়া করে বাংলাদেশ। প্রোটিয়া পেসার বায়ান্দা মোজালা ২৯ রান দিয়ে শিকার করেছেন ৪ উইকেট।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button