শিরোনাম
বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ইমেরিটাস অধ্যাপক এম শমশের আলী মারা গেছেনদুই বছর পর আবার মঞ্চে বাতিঘরের ‘র‍্যাডক্লিফ লাইন’কিডনি রোগে আক্রান্ত পত্রিকা বিক্রেতা শহিদুলের বাঁচার আকুতি৬২ কর্মী নেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আগামী বুধবার পাঠ কার্যক্রম শুরুডি ভিলিয়ার্সের সেঞ্চুরিতে বিধ্বস্ত পাকিস্তান, ভারতীয় ক্রিকেটারের খোঁচাভারতীয় উড়োজাহাজে সহযাত্রীর চড়, নিখোঁজ হোসেনকে পাওয়া গেল রেলস্টেশনেপাহাড় ধসের মাটি সড়কে, যানবাহন চলাচল বন্ধআওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৬ নেতা-কর্মী গ্রেপ্তারজাতিসংঘের প্রতিবেদন মানুষ পড়ে না, জলে যাচ্ছে বিপুল খরচ

জকিগঞ্জে ধানক্ষেত পড়ে ছিল বৃদ্ধের লাশ

জকিগঞ্জে ধানক্ষেত পড়ে ছিল বৃদ্ধের লাশ

সিলেটের জকিগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে মাহমুদ আলী (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার আটগ্রামের মাদারনগর এলাকার একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

মাহমুদ আলী পাশের কানাইঘাট উপজেলার বড়চাতল গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। গতকাল শুক্রবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহমুদ আলী গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন। ওই দিন বাদ জুমা তাঁর বাড়িতে এক অপরিচিত ব্যক্তি আসেন। পরে সেই ব্যক্তি মাহমুদ আলীকে বাইরে নিয়ে যান। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি। আজ সকালে আটগ্রাম মাদারনগর এলাকায় ধানক্ষেতে স্থানীয়রা একটি লাশ পড়ে থাকতে দেখেন এবং পুলিশে খবর দেন। লাশের পাশে তাঁর ব্যবহৃত টর্চ লাইট, জুতা এবং একটি হ্যান্ড গ্লাভস পাওয়া যায়। পরিবারের লোকজন লাশটি মাহমুদ আলীর বলে শনাক্ত করেন।

ঘটনার বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button