শিরোনাম
শার্শায় সরকারি চালের বস্তা ছিনতাই, বিএনপির দুই কর্মী গ্রেপ্তারনীলসাগর ট্রেনের ইঞ্জিন বিকল, উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশে দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধভারতের অর্থনীতি মৃত—ট্রাম্পের এই বক্তব্য খারিজ করে দিল তাঁর দেশের সব এআইভারতের মানচিত্র থেকে মুছে যেতে পারে হিমাচল প্রদেশ—সুপ্রিম কোর্টের সতর্কবার্তাযুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএগুলশানে চাঁদাবাজির মামলায় বৈষম্যবিরোধী ছাত্রনেতা জানে আলম অপু রিমান্ডেমাদারীপুরে বালু তোলার ড্রেজার মেশিনে আগুন দিল উত্তেজিত জনতাকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ময়মনসিংহে ধর্ষণ মামলায় ২ আসামি গ্রেপ্তারবাংলাদেশি মডেল শান্তা ভারতে গুপ্তচরবৃত্তি করছিলেন কি না খতিয়ে দেখছে কলকাতা পুলিশ

মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার

মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার

প্রতিপক্ষের সামনে গিয়ে বুনো উদ্‌যাপন করতে লিওনেল মেসিকে তেমন একটা দেখা যায় না বললেই চলে। খেলোয়াড়েরা তাঁদের নিজস্ব ধরনে যেভাবে উদযাপন করেন, মেসিও প্রায়ই করেন এমন কিছু। আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলারকে গতকাল দেখা গেল ভিন্ন রূপে।

বাংলাদেশ সময় গতকাল সকালে লিগস কাপে ইন্টার মায়ামি খেলেছে অ্যাটলাসের বিপক্ষে। চেজ স্টেডিয়ামে ম্যাচের ফল তখন ১-১ সমতায় শেষ হওয়া ছিল সময়ের ব্যাপার মাত্র। তবে ৯০ মিনিটের পর অতিরিক্ত ৬ মিনিটে মেসির পাস রিসিভ করে গোল করেন মার্সেলো উইগান্ট। এই গোলের পরই অ্যাটলাসের স্ট্রাইকার মাতিয়াস কোক্কারোর সামনে গিয়ে মেসি করেন বুনো উদ্‌যাপন। তখন মেসির দিকে তাকিয়ে কোক্কোরো শুধু মাথা নেড়ে মুচকি হাসি দিয়েছেন। কিছুক্ষণ পরই রেফারি শেষ বাঁশি বাজালে মায়ামি ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

মেসির এমন বুনো উদযাপন দেখে কোক্কোরাো জানিয়েছেন, মেসির কারণে এমন কিছু দেখার পরও তিনি (কোক্কারো) চুপ ছিলেন। ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে উরুগুয়ের এই স্ট্রাইকার (কোক্কারো) বলেছেন, ‘সমতাসূচক গোল করার পর সতীর্থদের উজ্জীবিত করার চেষ্টা করলাম আমি। তাঁর (মেসির) এমনটা পছন্দ হয়নি। যখন ইন্টার মায়ামি জয়সূচক গোলটা পেল, তখন একদম আমার সামনে এসে তিনি উদ্‌যাপন করলেন। মেসি ইতিহাসের সেরা। শুধু তাঁর কারণেই আমি চুপ ছিলাম। অন্য কেউ থাকলে নয়।’

ম্যাচ শেষে কোক্কারোর কাছে গিয়ে মেসি দুঃখ প্রকাশ করেছেন। এমনকি তিনি (মেসি) জার্সিও উপহার দিয়েছেন বলে উল্লেখ করেছেন কোক্কারো। মেসির এমন আচরণ তাঁকে আরও মহান করে তুলেছে বলে মনে করেন কোক্কারো। সংবাদমাধ্যমকে কোক্কারো বলেন, ‘ম্যাচ শেষে একে অপরের সঙ্গে আমরা আলিঙ্গন করেছি। তাঁকে বললাম, এখন আপনাকে আমি কী বলতে পারি? একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে সব সময় আমি জিততে চাই। কথাটি শোনার পর মেসি বললেন, “আমার জার্সিটা তোমার কাছে পাঠিয়ে দেব।” তাঁর (মেসি) এমন গুণ আমাকে দারুণভাবে প্রভাবিত করেছে।’

মেসির সঙ্গে যা ঘটেছে, সেটা মাঠেই শেষ হয়েছে বলে জানিয়েছেন কোক্কারো। মায়ামির বিপক্ষে ম্যাচ শেষে কোক্কারো বলেন, ‘তিনি (মেসি) বুঝতে পেরেছেন অ্যাটলাসের জন্য আমি পুরোটা নিংড়ে দিয়েছি। এ কারণেই তিনি সেভাবে উদ্‌যাপন করেছিলেন। পরে তিনিই এসে আমার কাছে দুঃখ প্রকাশ করেন। যদিও সেটা করার কোনো দরকার ছিল না।’

মেসি এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে আছেন। চলতি মৌসুমে ইন্টার মায়ামির জার্সিতে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৩০ ম্যাচে করেছেন ২৪ গোল। অ্যাসিস্ট করেছেন ১০ গোলে। অ্যাটলাসের বিপক্ষে গতকাল সকালে লিগস কাপের ম্যাচে গোল না করলেও মায়ামির দুটি গোলেই তিনি অ্যাসিস্ট করেছেন। মায়ামি পরের ম্যাচ খেলবে নেকাক্সার বিপক্ষে। চেজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় পরশু ভোর পাঁচটায় শুরু হবে লিগস কাপের মায়ামি-নেকাক্সা ম্যাচ।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button