শিরোনাম
সাবেক স্ত্রীর আপত্তিকর ভিডিও ফেসবুকে, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগমানিকগঞ্জে ব্যাগের কারখানায় আগুন, ৬৫ কোটি টাকার ক্ষতি‘শহীদ পরিবার ও যোদ্ধাদের পাশে সরকার সব সময় আছে’বিএনপির ৩ নেতাসহ গ্রেপ্তার ৫যে গ্রামের সবাই তিন বেলা একসঙ্গে খায়আসামিদের ভয়ে মামলা তুলে নিতে চান শহীদ সাজিদের বাবাশার্শায় সরকারি চালের বস্তা ছিনতাই, বিএনপির দুই কর্মী গ্রেপ্তারনীলসাগর ট্রেনের ইঞ্জিন বিকল, উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশে দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধভারতের অর্থনীতি মৃত—ট্রাম্পের এই বক্তব্য খারিজ করে দিল তাঁর দেশের সব এআইভারতের মানচিত্র থেকে মুছে যেতে পারে হিমাচল প্রদেশ—সুপ্রিম কোর্টের সতর্কবার্তা

জন্মদিনের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত

জন্মদিনের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত

উত্তর প্রদেশের মৈনপুরী জেলার বেওয়ার থানার কাছে জিটি রোড হাইওয়েতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় একজন কিশোরী গুরুতর আহত হয়েছে। একটি জন্মদিনের অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দীপক (৩৬), তাঁর স্ত্রী পূজা (৩৪), কন্যা আশী (৯), পুত্র আর্য (৪) এবং দীপকের দিদি সুজাতা (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল। চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে গাড়িটির সামনের অংশ পুরোপুরি দুমড়েমুচড়ে যায়। গাড়ির ভেতরে থাকা পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত কিশোরীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই দুর্ঘটনার পর হাইওয়েতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অতিরিক্ত গতিই দুর্ঘটনার মূল কারণ। ট্রাকটিকে আটক করা হয়েছে, তবে চালক পলাতক। পুলিশ চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীপকের পরিবার ছিল সদা হাসিখুশি। ছোট্ট আশী ও আর্যর প্রাণহানিতে কেউই চোখের জল ধরে রাখতে পারছেন না।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button