শিরোনাম

মনিরামপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

মনিরামপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

মসজিদ থেকে বাড়ি ফিরে গ্রেপ্তার হলেন যশোরের মনিরামপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মিল্টন। আজ শুক্রবার উপজেলার হাজরাকাটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

মনিরুজ্জামান মিল্টন উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক। গত ৫ আগস্টের পর হামলা ও মারধরের শিকার হন তিনি। এর পর থেকে মিল্টন পরিবার নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করেন।

স্বজনরা জানিয়েছেন, ‘আজ দুপুরে মসজিদে জুমার নামাজ আদায় করে বাড়ি আসার পর থানা-পুলিশ মিল্টনকে আটক করে নিয়ে যায়। পরে বিকেলে তাঁকে আদালতে পাঠায় পুলিশ।’

বিষয়টি নিশ্চিত করে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, মনিরুজ্জামান মিল্টনকে নাশকতার মামলায় গ্রেপ্তার করে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button