ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ১৩৮ জন


ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ১৩৮ জন
অনলাইন ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১৭: ২৭
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত শিশুর চিকিৎসা চলছে। ছবি: আজকের পত্রিকা
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৩৮ জন।
আজ শুক্রবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩ খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ ও রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৩ জনের। এর মধ্যে জুলাই মাসে ডেঙ্গুতে মারা গেছে ৪১ জন। জুন মাসে মৃত্যু হয়েছিল ১৯ জনের। এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে সাত ও মে মাসে তিনজন মারা গেছে। মার্চ মাসে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
চলতি বছরের ১ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২১ হাজার ১১৮ জন। তাদের মধ্যে ১৯ হাজার ৭২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৩ জন ডেঙ্গু রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১ হাজার ৩০৭ জন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৫৮ দশমিক ৮ শতাংশ পুরুষ ও ৪১ দশমিক ২ শতাংশ নারী রয়েছেন। আর মৃতদের মধ্যে ৫৬ দশমিক ৬ শতাংশ পুরুষ ও নারী রয়েছেন ৪৩ দশমিক ৪ শতাংশ।