শিরোনাম
রাউজানে খোন্দকারকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর অভিযোগ বিএনপির একাংশেরপ্রচারে আসছে ১৬ বছর আগের ইত্যাদিশাহজালাল ইসলামী ব্যাংকের নতুন মোবাইল অ্যাপ ‘শাহজালালটাচপে’ চালুডাকসুতে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকেগারো পাহাড়ের সীমান্ত এলাকা থেকে ৪১ লাখ টাকার ভারতীয় পণ্য ও গরু জব্দপৃথিবীর প্রতি ইঞ্চি পরিবর্তন শনাক্ত করবে যুক্তরাষ্ট্র ও ভারতের উপগ্রহ ‘নিসার’সংসদে জুলাই সনদ অস্বীকারের সাহস কোন রাজনৈতিক দল করবে— প্রশ্ন সালাহউদ্দিনেরহেনরির হাতে লন্ডভন্ড জিম্বাবুয়ে১৫ আগস্টের মধ্যে চাকসুর তফসিল ঘোষণাকাউনিয়ায় আত্মীয়ের অস্ত্রের আঘাতে ছাত্রদল নেতা নিহত

‎সোহাগ হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

‎সোহাগ হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

‎রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার (২৮ জুলাই) দিবাগত ভোররাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা-পুলিশ।

আজ বিকেলে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

‎কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, গতকাল দিবাগত ভোররাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মো. সাগরকে (৩৬) গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করো হলো। তাঁদের মধ্যে নয়জন ঘটনার সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ‎

‎৯ জুলাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে একদল দুর্বৃত্ত লাল চাঁদ ওরফে সোহাগকে এলোপাতাড়ি আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় নিহত সোহাগের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। ‎

‎পুলিশ জানায়, হত্যায় জড়িত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button