শিরোনাম
নান্দাইলে বন্ধুর বাসায় বন্ধু খুনইউক্রেনের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩ইতিহাসে ষষ্ঠ বৃহত্তম ভূমিকম্পে সুনামি পরিস্থিতি, সাবমেরিন কেবল ও ক্লাউড কি নিরাপদডিসি আসবেন বলে বিদ্যালয়ের মাঠে রাতারাতি হয়ে গেল রাস্তাতাবলিগ জামাতের দুই গ্রুপের বিবাদ নিরসনে কমিটি গঠন করছে সরকার: ধর্ম উপদেষ্টা১০২ এসিল্যান্ডকে প্রত্যাহারআগামীকাল খসড়া সনদ রাজনৈতিক দলগুলোকে দেওয়ার আশা করছি: আলী রীয়াজকাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, ডুবে গেছে ঝুলন্ত সেতুবাংলাদেশ থেকে গত বছর ৫ কোটি ৩০ লাখ ডলারের সুপারি কিনেছে ভারতকোটালীপাড়ায় সওজের জায়গা থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

দুদকের মামলায় রাজশাহীর সাবেক জেলা রেজিস্ট্রার কারাগারে

দুদকের মামলায় রাজশাহীর সাবেক জেলা রেজিস্ট্রার কারাগারে

Ajker Patrika

দুদকের মামলায় রাজশাহীর সাবেক জেলা রেজিস্ট্রার কারাগারে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১৫: ৩২

Photo

প্রতীকী ছবি

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় রাজশাহীর সাবেক জেলা রেজিস্ট্রার আবুল কালাম আজাদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক আসাদ মো. আসিফুজ্জামান এ আদেশ দেন।

দুদকের রাজশাহীর আইনজীবী বজলে তৌহিদ আল হাসান বাবলা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের মামলায় সাবেক জেলা রেজিস্ট্রার আবুল কালাম আজাদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আজ মামলার ধার্য তারিখে তিনি আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আবুল কালাম আজাদের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার মিরপুর গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর মোহাম্মদপুর এলাকার আসাদ অ্যাভিনিউয়ে নিজের ফ্ল্যাটে বসবাস করেন। আবুল কালাম আজাদ রাজশাহীর জেলা রেজিস্ট্রার ছিলেন। অবসরপ্রাপ্ত এই কর্মকর্তার বিরুদ্ধে ১ কোটি ২৮ লাখ ১২ হাজার ১৪৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২৩ সালের ডিসেম্বরে রাজশাহীতে একটি মামলা করে দুদক।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button