হাতের তালুতে পেমেন্ট


দোকানে গিয়ে মানিব্যাগে হাত দেওয়ার প্রয়োজন নেই। শুধু হাতটা মেশিনের সামনে ধরলেই আপনার ব্যাংক থেকে কেটে যাবে নির্দিষ্ট পরিমাণ টাকা। চীনে এখন এমনই এক অভিনব প্রযুক্তিতে হাতের তালু স্ক্যান করে টাকা পরিশোধ করা যাচ্ছে।
একে বলা হচ্ছে ‘পাম পেমেন্ট টেকনোলজি’। এই প্রযুক্তিতে ক্রেতার তালুর ছাপ আগেই একটি সিস্টেমে রেজিস্টার করা থাকে। দোকানে গিয়ে শুধু হাতটা নির্দিষ্ট মেশিনের গোল অংশের সামনে ধরলে তালু স্ক্যান করে নেয় মেশিনটি। সেখান থেকে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে মিলিয়ে নির্দিষ্ট অঙ্কের টাকা পরিশোধ করা যায়।
প্রযুক্তিটি তৈরি করেছে চীনের অন্যতম বড় প্রযুক্তি প্রতিষ্ঠান টেনসেন্ট। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রযুক্তিটি সাধারণ মানুষের জন্য সহজ ও সাশ্রয়ী করাই এখন তাদের লক্ষ্য। এর মাধ্যমে পেমেন্টের প্রক্রিয়া আরও দ্রুত এবং ঝামেলাহীন হয়ে উঠছে।
তবে প্রযুক্তির এই সুবিধা উদ্বেগেরও জন্ম দিয়েছে। অনেকে বলছেন, হাতের ছাপ কিংবা শিরার গঠনের মতো ব্যক্তিগত তথ্য সরকার বা বিভিন্ন প্রতিষ্ঠান কীভাবে ব্যবহার করবে, সেই বিষয়ে পরিষ্কার নিয়ম থাকা দরকার। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনির অধ্যাপক এডওয়ার্ড স্যানটো সতর্ক করে বলেছেন, ‘এত বড় আকারে ব্যক্তিগত তথ্য জমা হলে তা হ্যাকারদের লক্ষ্যবস্তু হয়ে ওঠে। এসব তথ্য চুরি হয়ে গেলে তা কালোবাজারে বিক্রি হতে পারে, যা ব্যবহারকারীদের জন্য ভয়ংকর সংবাদ হতে পারে।’
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট