শিরোনাম

ভূরুঙ্গামারীতে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার দুই

ভূরুঙ্গামারীতে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার দুই

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার পাথরডুবী ইউনিয়নের ফুলকুমার নারিকেল তলা এলাকায় স্থানীয় জনতা তাঁদের ধরে পুলিশের হাতে তুলে দেয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রংপুরের কামাল কাছনা এলাকার মুশফিক বিন সাত্তার (৩২) ও ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের ফুলকুমার এলাকার খলিলুর রহমান (৫২)।

স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত ব্যক্তিরা আজ বিকেলে নারিকেল তলা এলাকার এক নারীকে চাকরির আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে টাকা হাতিয়ে নিতে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেন। তাঁদের আচরণ সন্দেহজনক মনে হলে এলাকাবাসী দুজনকে আটক করে থানা-পুলিশকে খবর দেন। ভূরুঙ্গামারী থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ বলছে, মুশফিক বিন সাত্তার একজন প্রতারক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, এর আগে কখনো র‍্যাবের পোশাকে আবার কখনো ডিবি পরিচয়ে তিনি প্রতারণা করেছেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, দুজনের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে। আগামীকাল তাদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হবে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button