শিরোনাম

সাশ্রয়ী মূল্যে ওয়ালটনের জনপ্রিয় তিন মনিটর

সাশ্রয়ী মূল্যে ওয়ালটনের জনপ্রিয় তিন মনিটর

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের তিনটি জনপ্রিয় মনিটর মডেলের দাম কমিয়েছে। ফলে গ্রাহকেরা এখন আরও সাশ্রয়ী মূল্যে উন্নত স্পেসিফিকেশনের মনিটরগুলো কিনতে পারবেন। এটি কোনো সীমিত সময়ের অফার নয়; বরং এখন থেকেই নতুন দামে ওয়ালটনের প্লাজা, অনুমোদিত ডিলার আউটলেট এবং অফিশিয়াল ওয়েবসাইটে এ মনিটর মডেলগুলো পাওয়া যাচ্ছে।

জনপ্রিয় মডেলগুলো হলো ACC—WWF 13 C 22 I, CiNEXA—WD 238 I 11, CiNED—WD 27 GI 06

ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, ‘প্রাণবন্ত ভিজ্যুয়াল, স্টাইলিশ ডিজাইন এবং ব্যবহারবান্ধব ফিচারে সমৃদ্ধ ওয়ালটনের এ মনিটরগুলো অফিশিয়াল কাজ, অনলাইন ক্লাস, প্রফেশনাল গ্রাফিকস ডিজাইন ও গেমিং পারফরম্যান্সের জন্য হতে পারে একটি নির্ভরযোগ্য প্রযুক্তি সঙ্গী।’

মডেলগুলোর নতুন মূল্য ও ফিচার বিবরণ—

১. ACC WWF 13 C 22I মডেল—নতুন মূল্য: ৮,৯৯৫ টাকা (আগে ছিল ৯,২৫০ টাকা)।

ফিচার: ১০০ হার্জ রিফ্রেশ রেট, ৫ এমএস রেসপন্স টাইম, এইচডিআর সাপোর্ট এবং ৮৫ শতাংশ এনটিএসসি কালার গ্যামাট। ২টি বিল্ট-ইন ৩ ওয়াটের স্পিকার থাকায় আলাদা সাউন্ড সিস্টেমের প্রয়োজন হয় না। লো ব্লু লাইট ও ফ্লিকার-ফ্রি টেকনোলজি চোখের আরাম নিশ্চিত করে। এইচডিএমআই, ভিজিএ, ভিইএসএ মাউন্ট এবং ওয়াই বা টি-কেপ স্ট্যান্ডসহ প্রয়োজনীয় সব ধরনের কানেকটিভিটি ও ফিচার এতে রয়েছে।

২. CiNEXA WD 238 I 11 মডেল—নতুন মূল্য: ১৫,৭৫০ টাকা (আগে ছিল ১৭,৭৫০ টাকা)।

ফিচার: ২৩.৮ ইঞ্চির আইপিএস প্যানেলের এই মনিটরটিতে রয়েছে ৭৫ হার্জ রিফ্রেশ রেট, এইচডিআর ও ফ্রিসিংক সাপোর্ট, বিল্ট-ইন স্পিকার এবং ইউএসবি ৩.০সহ একাধিক আধুনিক পোর্ট সুবিধা। তিন দিকে ফ্রেমলেস ডিজাইন, অ্যাডজাস্টেবল স্ট্যান্ড, পিভট ও হাইট অ্যাডজাস্টমেন্ট ফিচার এটিকে আরও ব্যবহারবান্ধব করে তুলেছে।

৩. CiNED WD 27 GI 06—নতুন মূল্য: ৩২,৭৫০ টাকা (আগে ছিল ৩৩,৭৫০ টাকা)।

ফিচার: ২৭ ইঞ্চির কিউএইচডি আইপিএস ডিসপ্লেসমৃদ্ধ এই মনিটরটিতে রয়েছে ১৬৫ হার্জ (ডিপি) ও ১৪৪ হার্জ (এইচডিএমআই) রিফ্রেশ রেট, ১ এমএস রেসপন্স টাইম, এইচডিআর সাপোর্ট এবং এনটিএসসি ৯৩ শতাংশ ও অ্যাডোব আরজিবি ৯৫ শতাংশ কালার গ্যামাট। এতে আছে ২টি ২ ওয়াটের বিল্ট-ইন স্পিকার, ফ্লিকার-ফ্রি ও লো ব্লু লাইট টেকনোলজি, তিন দিকে ফ্রেমলেস ডিজাইন এবং ব্যাকলাইটিং সুবিধা। কানেকটিভিটির জন্য রয়েছে এইচডিএমআই ২.০ ও ডিপি ১.৪ পোর্ট, অডিও আউট এবং ভিইএসএ মাউন্ট সাপোর্ট।

অত্যাধুনিক অ্যাডজাস্টেবল স্ট্যান্ডটি হাইট, টিল্ট, সুইভেল ও পিভট সাপোর্ট করে, যা গেমার ও প্রফেশনাল ইউজারদের জন্য এটিকে আদর্শ করে তোলে।

প্রতিটি মডেলের সঙ্গে থাকছে নির্ধারিত ওয়ারেন্টি সুবিধা এবং দেশব্যাপী দ্রুততম আফটার-সেলস সার্ভিসের নিশ্চয়তা, যা গ্রাহকদের দীর্ঘমেয়াদি ও নির্ভরযোগ্য প্রযুক্তি অভিজ্ঞতা দেবে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button