নিহতদের বাড়ি পরিদর্শন করল বিমানবাহিনীর প্রতিনিধিদল


মাইলস্টোন ট্র্যাজেডি: নিহতদের বাড়ি পরিদর্শন করল বিমানবাহিনীর প্রতিনিধিদল
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ২২: ০৫
সন্তানের সঙ্গে নিহত আফসানা। ফাইল ছবি
ঢাকায় মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফসান ওহির মা আফসানা প্রিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বিমানবাহিনীর একটি প্রতিনিধিদল আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে প্রিয়ার স্বামীর বাড়ি যায়। সেখানে তারা তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানায়। এ সময় বিমানবাহিনীর সদস্যরা নিহত ব্যক্তির কবরের পাশে গিয়ে গার্ড অব অনার প্রদান করেন এবং বিমানবাহিনীর প্রধানের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
নিহত ব্যক্তি হলেন কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদীআশুলাই এলাকার আবদুল ওহাব মৃধার স্ত্রী আফসানা প্রিয়া।
প্রতিনিধিদলের প্রধান ও বিমানবাহিনীর উইং কমান্ডার এ বি এম গোলাম সাদিক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, আহত ব্যক্তির চিকিৎসার জন্য কোনো প্রকার ঘাটতি নেই। বিমানবাহিনীর একটি মেডিকেল টিম সঙ্গে রয়েছে। পাশাপাশি চিকিৎসার জন্য কাউকে বিদেশে পাঠানোর প্রয়োজন হলে ও বিদেশ থেকে কোনো চিকিৎসক আনার দরকার হলে একটি বিমান প্রস্তুত রয়েছে।
এ ছাড়া হতাহত ব্যক্তিদের পরিবারের যোগ্য ব্যক্তিদের চাকরির ব্যবস্থা করার ব্যাপারে আলোচনা চলছে বলে জানান। এ সময় নিহত প্রিয়ার স্বামী ওহাব মৃধা, ভাশুর দুলাল মৃধা, শ্বশুর আব্দুল কাদের মাস্টারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।