শিরোনাম
টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদেরমাদকের মামলার জন্য পৃথক তথ্য ব্যবস্থাপনাপথে নিরাপত্তা এখনো দুরাশাভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে ট্রাম্পের কোনো ভূমিকা নেই: পার্লামেন্টে জয়শঙ্করআগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠিকঙ্গো-রুয়ান্ডার শান্তি চুক্তির ফাঁকে খনিজ সম্পদ লুটের ধান্ধায় ট্রাম্পফারাজ করিমের ঘরের দরজায় ঝুলছে দুদকের নোটিশমুক্তিপণ নেওয়ার পরও ৩৫ জিম্মিকে হত্যা করল অপহরণকারীরাওয়াক্ফ এস্টেটগুলোর সংকট উত্তরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত, দ্রুত সমাধান চাইলেন মোতোয়ালিরাসুন্দরগঞ্জে ১৩৩ বস্তা টিএসপি সার জব্দ

এনসিএল টি-টোয়েন্টির আগে চট্টগ্রামে হবে আঞ্চলিক টি-টোয়েন্টি

এনসিএল টি-টোয়েন্টির আগে চট্টগ্রামে হবে আঞ্চলিক টি-টোয়েন্টি

Ajker Patrika

এনসিএল টি-টোয়েন্টির আগে চট্টগ্রামে হবে আঞ্চলিক টি-টোয়েন্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১১: ২৪

Photo

এনসিএল টি-টোয়েন্টির আগে চট্টগ্রামে হতে যাচ্ছে আঞ্চলিক টি-টোয়েন্টি। ছবি: এনসিএল

২০২৫ এনসিএল টি-টোয়েন্টি শুরু হচ্ছে ১৪ সেপ্টেম্বর, শেষ ৪ অক্টোবর। এনসিএল টি-টোয়েন্টির বিষয়ে জানাতে গিয়ে বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান কাল বলেছেন নতুন এক টুর্নামেন্ট আয়োজন নিয়ে।

আকরাম গতকাল আজকের পত্রিকাকে বলেন, ‘বুলবুল (বিসিবি সভাপতি) আসার পর আঞ্চলিক ক্রিকেটকে শক্তিশালী করার অংশ হিসেবে ২৭ বা ২৮ আগস্টে চট্টগ্রাম বিভাগে একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করছি। যেটি বড় পরিসরে বাংলাদেশের প্রথম কোনো আঞ্চলিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট। প্রতিটি জেলার সেরা খেলোয়াড়দের নিয়ে তৈরি হবে ১১টি দল।’

এ বছর এনসিএল টি-টোয়েন্টি একাধিক ভেন্যুতে আয়োজন করার কথা শোনা গেলেও ভেন্যু নিশ্চিত হয়নি বলে জানালেন আকরাম। যেসব স্টেডিয়ামের পানি নিষ্কাশনব্যবস্থা খুব ভালো এবং ফ্লাডলাইট আছে, সেখানেই এনসিএল টি-টোয়েন্টি আয়োজন করতে চায় বিসিবি।

এনসিএল টি-টোয়েন্টির পর ১৫ অক্টোবর থেকে এনসিএল প্রথম শ্রেণির ক্রিকেট শুরু করার পরিকল্পনা বিসিবির। বিপিএল ডিসেম্বরের শেষের দিকে শুরু হলে ওই মাসের শুরুর দিকে হওয়ার কথা বিসিএল ওয়ানডে। আর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে ২০২৫-২৬ মৌসুমের বিসিএল প্রথম শ্রেণির ক্রিকেট শুরুর পরিকল্পনা বিসিবির।

আগামী মৌসুমে এনসিএল-বিসিএলের ক্যালেন্ডার তৈরি। কিন্তু নিভৃতে হারিয়ে গেছে ২০২৪-২৫ মৌসুমের বিসিএল প্রথম শ্রেণির ক্রিকেট! যে প্রতিযোগিতাকে বলা হয় দেশের ‘এলিট ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট ’! এমন কোনো জটিল পরিস্থিতি কিংবা দুর্যোগপূর্ণ কোনো পরিবেশ না থাকলেও বিসিবি সময়মতো আয়োজন করতে পারেনি গত মৌসুমের বিসিএল। টুর্নামেন্ট কমিটি পরিকল্পনা করেছিল গত মে মাসে তারা গোলাপি বলে বিসিএল আয়োজন করবে। কিন্তু সেটি সম্ভব হয়নি। একই সময়ে যুব দল, হাইপারফরম্যান্স (এইচপি) ও জাতীয় দলের ব্যস্ততা থাকায় ৫০-৬০ জন ক্রিকেটারকে পাওয়ার সুযোগ ছিল না। শীর্ষ ক্রিকেটারদের পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকায় বিসিবি মে মাসে বিসিএল আয়োজন থেকে সরে আসে। পরে আর টুর্নামেন্টটা আয়োজনই করা যায়নি।

আজকের পত্রিকাকে আকরাম খান বলেন, ‘গত মে মাসে আমাদের একসঙ্গে একাধিক দলের ব্যস্ততা ছিল বলে বিসিএল আয়োজন করতে পারিনি। তবে সামনের মৌসুমে এটা ভালোভাবে করতে চাই। এবার বিসিএলে একটা বিদেশি দল যুক্ত হচ্ছে। আফগানিস্তান কিংবা শ্রীলঙ্কা “এ” দল আসবে। সঙ্গে আমাদের তিনটা স্থানীয় দল থাকবে। আগের ৬০ জন প্রথম শ্রেণির ক্রিকেটার থেকে ৪৫ জনকে বাছাই করে তিনটি দলে ভাগ করব। এতে টুর্নামেন্ট অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করি।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button