[ad_1]
সাতক্ষীরায় মরা গরু জবাইয়ের অভিযোগে দুজনকে কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১৯: ১৪
দণ্ডপ্রাপ্ত দুই যুবক। ছবি: আজকের পত্রিকা
সাতক্ষীরায় মরা গরু জবাই করে খুলনায় নিয়ে যাওয়ার সময় এক ব্যবসায়ী এবং এক ট্রাকচালককে আটক করে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যামাণ আদালত। সেই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল হোসেন তামিম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার কাঠালতলা গ্রামের করিমুল ইসলাম এবং একই উপজেলার খর্ণিয়া গ্রামের গরু ব্যবসায়ী নাসিরউদ্দিন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল হোসেন তামিম জানান, অভিযুক্তরা শনিবার রাতে সাতক্ষীরা থেকে মৃত গরু জবাই করে খুলনায় নিয়ে যাওয়ার সময় সাতক্ষীরা শহরের বাইপাস সড়কে এলাকাবাসী তাঁদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাঁদের আটক করে ইটাগাছা পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। রোববার দুপুরে তাঁদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে জেল-জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]