[ad_1]
নায়ক জসীমের ছেলে ‘ওন্ড’ ব্যান্ডের ভোকাল এ কে রাতুল মারা গেছেন। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে জিমে শরীরচর্চা করার সময় তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। রাতুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী আলিফ আলাউদ্দিনসহ একাধিকজন।
জানা গেছে, হৃদ্রোগে আক্রান্ত হলে প্রথমে তাঁকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়, সেখান রোগীর অবস্থা দেখে তাঁকে দ্রুত অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তাঁরা। লুবানা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মাঝপথে রাতুলের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে লুবানা হাসপাতালে আনা হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর বিকেল ৫টার দিকে চিকিৎসকেরা রাতুলকে মৃত ঘোষণা করেন।
সংগীতশিল্পী আলিফ আলাউদ্দিন জানিয়েছেন, রাতুলের মরদেহ উত্তরার বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই সেখানে উপস্থিত হয়েছেন সংগীতাঙ্গনের অনেকে।
রাতুলের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে সংগীত অঙ্গনে। শোক প্রকাশ করে ফেসবুকে চিরকুট ব্যান্ডের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘দেশের অন্যতম প্রতিভাবান মিউজিক প্রোডিউসার, ওন্ড-এর বেজিস্ট-ভোকালিস্ট এ কে রাতুল ভাইয়ের আকস্মিক ও অকালমত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করছি। তাঁর পরিবারকে সৃষ্টিকর্তা এ গভীর শোক সহ্য করার শক্তি দিন।’
আরও শোক প্রকাশ করেছেন বাপ্পা মজুমদার, ইমন চৌধুরী, আলিফ আলাউদ্দিন, জোনায়েদ ইভানসহ অনেকে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]