[ad_1]
মানিকগঞ্জের সিংগাইর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খানের বান্দরবান পার্বত্য জেলায় পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ রোববার সকালে বান্দরবানের মুক্তমঞ্চের সামনে বান্দরবান আদিবাসী ছাত্রসমাজের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খানের বান্দরবান পার্বত্য জেলা পদায়ন বাতিলের দাবি জানান।
বক্তারা বলেন, ‘বান্দরবান একটি সম্প্রীতির ও পর্যটন জেলা। এখানে কেন প্রতিবার বিভিন্ন জেলায় নানা অপরাধে জড়িত ব্যক্তিদের শাস্তিযোগ্য বদলি করা হবে। তার মানে কি এ জেলায় সব কর্মকর্তা নানাভাবে অপরাধী? নাকি এই জেলার কর্মকর্তারা অন্য জেলার অপরাধীদের আশ্রয়-প্রশ্রয়দাতা। আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খানের বান্দরবান বদলি বাতিল এবং ভবিষ্যতে যেন আর কোনো শাস্তিযোগ্য বদলি বান্দরবানে না হয়।’
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সভাপতি উশৈহ্লা মারমার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষার্থী লাবনী তঞ্চঙ্গ্যা, এডিশন চাকমা, শিমুল তঞ্চঙ্গ্যা, নেলসন ত্রিপুরা, ফিলিপ খেয়াংসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আদিবাসী শিক্ষার্থীরা।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]