[ad_1]
মুন্সিগঞ্জ কারাগারে বন্দী সারোয়ার হোসেন নান্নু (৬০) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে তাঁকে কারাগার থেকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে (শনিবার) দিবাগত রাত ৩টার দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন।
সারোয়ার হোসেন মুন্সিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়নের মিরেশ্বরাই গ্রামের প্রয়াত রাজ্জাক মোল্লার ছেলে ও সাবেক সংসদ সদস্য হাজি মো. ফয়সাল বিপ্লবের ফুপাতো ভগ্নিপতি।
মুন্সিগঞ্জ কারাগারের জেল সুপার মো. এনায়েতুল্লাহ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আওয়ামী লীগ নেতা সারোয়ার হোসেন। তার বুকে ব্যথা হচ্ছিল। প্রথমে তাঁকে কারাগারেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেল সুপার আরও বলেন, একটি হত্যা ও মারামারির মামলায় চলতি বছরের ৫ মে থেকে তিনি কারাগারে ছিলেন।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]