[ad_1]
রাজধানীর গেন্ডারিয়াতে পূর্ব শত্রুতার জেরে আরিফুল ইসলাম বাবু (৩৫) নামে এক সিএনজি গ্যারেজের কমর্চারীকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ রোববার (২৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে দয়াগঞ্জ রেললাইনের কাছে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সকাল ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিহত বাবুর স্ত্রী আয়েশা আক্তার জানান, তাঁদের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বালুরচর গ্রামে। বাবুর বাবার নাম মৃত সিকান্দার আলী। বর্তমানে মিরহাজিরবাগ মোল্লাপাড়া এলাকায় ভাড়া থাকেন। বাবু স্থানীয় সিএনজি গ্যারেজের কাজ করতেন।
আয়েশা আক্তার আরও বলেন, ‘ভোরে খবর পাই দয়াগঞ্জ এলাকায় স্থানীয় রবিন, শাহীন, মাসুদ, কাদেরসহ ৪-৫ জন মিলে চাপাতি দিয়ে বাবুর মাথায়, দুই হাতে ও দুই পায়ে কুপিয়ে ফেলে রেখেছে। বাবুর সঙ্গে থাকা মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয় ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গেন্ডারিয়া এলাকা থেকে স্বজনেরা ওই যুবককে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই যুবকের মাথায় ও দুই হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. রিপন ইসলাম জানান, এরকম একটি ঘটনা শুনেছি। বিস্তারিত জানার চেষ্টা করছি।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]