[ad_1]
বগুড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩
বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১৩: ৩৪
বগুড়ার নন্দীগ্রামে আজ রোববার সকালে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা। ছবি: সংগৃহীত
বগুড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালাক ও এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নন্দীগ্রাম উপজেলার কাথম দক্ষিণপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে অটোরিকশার চালক আরাফাত হোসেন (২২) ও যাত্রী হাওয়া বেগম (৪৫)। তিনি বিশা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। আহত অন্য যাত্রীদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহত যাত্রীদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র মহন্ত জানান, সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে নন্দীগ্রাম থেকে বগুড়ার দিকে যাচ্ছিলেন আরাফাত হোসেন। কুন্দারহাট বাজার এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যান অটোরিকশাটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক আরাফাত হোসেন ও যাত্রী হাওয়া বেগম মারা যান।
নির্মল চন্দ্র মহন্ত জানান, আহত যাত্রীদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। এ বিষয়ে মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]