[ad_1]
রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার মধ্যরাতে গুলশান থানায় এই মামলা দায়ের করেন শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর। মামলায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে সিদ্দিক আবু জাফর অভিযোগ করেন, গত ১৭ জুলাই সকালে মো. আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদ এবং কাজী গৌরব ওরফে অপু তাঁকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে গুলশান ২ নম্বরের ৮৩ নম্বর রোডের বাসায় জোর করে ঢুকেন এবং তাঁর কাছে ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার দাবি করেন। এতে তিনি ওই টাকা দিতে রাজি না হওয়ায় তাঁকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে গ্রেপ্তার করানোর হুমকি দিয়ে টাকা দিতে চাপ দিতে থাকেন।
একপর্যায়ে তিনি বাধ্য হয়ে নিজের কাছে থাকা নগদ পাঁচ লাখ টাকা এবং তাঁর ভাইয়ের কাছ থেকে আরও নগদ পাঁচ লাখ টাকা তাঁদের দুজনকে দেন। এই ঘটনার দুদিন পর ১৯ জুলাই রাত সাড়ে ১০টার দিকে রিয়াদ ও অপু আবারও বাসায় গিয়ে তাঁর ফ্ল্যাটের দরজায় সজোরে ধাক্কা মারে। গুলশান থানা পুলিশকে ফোনে বিষয়টি জানালে তাঁরা সেখান থেকে চলে যায়।
এজাহারে আরও বলা হয়, এ ঘটনার পর গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে মো. আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদের নেতৃত্বে বেশ কয়েকজন তাঁর বাসার সামনে এসে তাঁকে খুঁজতে থাকে। তিনি বাসায় না থাকায় বাসার দারোয়ান মোবাইল ফোনে তাঁকে বিষয়টি জানায়। তাঁরা পুনরায় তাঁদের দাবি করা বাকি ৪০ লাখ টাকা দিতে বলে। টাকা না দিলে পুলিশে ধরিয়ে দেবে বলে হুমকি দিতে থাকে। বিষয়টি পুলিশকে অবহিত করলে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিয়াদসহ পাঁচ জনকে আটক করে। তবে এ সময় অপু পালিয়ে যায়।
মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক মোখলেসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, মামলার এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার পাঁচ আসামিকে আদালতে নেওয়া হবে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গ্রেপ্তার পাঁচজন হলেন— বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহীম হোসেন মুন্না (২৪), সদস্য মো. সাকাদাউন সিয়াম (২২), সাদমান সাদাব (২১), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাড্ডা থানার সদস্য মো. আমিনুল ইসলাম (১৩) ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ)।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]