[ad_1]
দখলদার ইসরায়েল চলতি বছরের মার্চ থেকে গাজায় আক্ষরিক অর্থেই ত্রাণ প্রবেশ বন্ধ করে রেখেছে। ইসরায়েলের এই অমানবিক কর্মকাণ্ডের কারণে অঞ্চলটিতে ক্ষুধা-অনাহার থাকা মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় অনাহার-অপুষ্টিতে অন্তত আরও ৫ জন মারা গেছে। এই অবস্থায় গাজায় ত্রাণ সহায়তা নিয়ে প্রবেশের জন্য ৬ হাজারের বেশি ট্রাক অঞ্চলটির বাইরে অপেক্ষা করলেও ইসরায়েল সেগুলোকে ঢুকতে দিচ্ছে না। এ ছাড়া, গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত বেড়ে প্রায় ৫৯ হাজার ৮০০ জনে পৌঁছেছে।
তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় দুই শিশুসহ আরও পাঁচ ফিলিস্তিনি অনাহার ও অপুষ্টিতে মারা গেছেন। গতকাল শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে টেলিগ্রামে বলেছে, ‘গত ২৪ ঘণ্টায় পাঁচজন দুর্ভিক্ষ ও অপুষ্টিতে মারা গেছেন।’
নতুন এই প্রাণহানির ফলে ইসরায়েলের কয়েক মাসব্যাপী অবরোধের কারণে সৃষ্ট দুর্ভিক্ষে গাজার যারা প্রাণ হারিয়েছেন তাদের সংখ্যা ১২৭ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৮৫ জনই শিশু।
এদিকে চিকিৎসকেরা জানিয়েছেন, গতকাল শনিবার গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলার অন্তত ৪৮ ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যায় অন্তত ৫৯ হাজার ৭৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গতকাল সন্ধ্যার আগের ২৪ ঘণ্টায় ৫৭টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে এবং ৫১২ জন আহত হয়েছেন। ফলে ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৪০০ জনে পৌঁছেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।’
মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে যে, গত ২৪ ঘণ্টায় মানবিক সাহায্য নিতে গিয়ে ২৯ ফিলিস্তিনি নিহত এবং ১৬৫ জনের বেশি আহত হয়েছেন। এর ফলে গত ২৭ মে থেকে সাহায্য চাইতে গিয়ে নিহত ফিলিস্তিনিদের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২১ জনে এবং আহত হয়েছেন ৭ হাজার ৪৮৫ জনেরও বেশি।
উল্লেখ্য, সাময়িক যুদ্ধবিরতির পর ইসরায়েলি সেনাবাহিনী গত ১৮ মার্চ থেকে গাজা উপত্যকায় তাদের আক্রমণ পুনরায় শুরু করে এবং তারপর থেকে এখন পর্যন্ত ৮ হাজার ৫৮১ জনকে হত্যা করেছে এবং ৩২ হাজার ৪৩৬ জনকে আহত করেছে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]