[ad_1]
মাহরীন চৌধুরী শিখিয়ে গেছেন সাহসিকতা, মানবিকতা ও দায়িত্ববোধ: ঠাকুরগাঁও বিজিবির সেক্টর কমান্ডার
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ২১: ৩৭
বগুলাগাড়ি চৌধুরীপাড়া গ্রামে মাহরীন চৌধুরীর কবরে শ্রদ্ধা জানায় বিজিবির রংপুর রিজিওন। ছবি: আজকের পত্রিকা
ঠাকুরগাঁও বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী বলেছেন, ‘মাহরীন চৌধুরী শুধু একজন শিক্ষকই নন, তিনি মানবতার এক মূর্তপ্রতীক। তিনি তাঁর মহান আত্মত্যাগের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে শিখিয়ে গেছেন সাহসিকতা, মানবিকতা ও দায়িত্ববোধ। তিনি প্রমাণ করে গেছেন, শিক্ষকতা শুধু একটি পেশাই নয়, এটি সামাজিকতা ও মানবিকতার সঙ্গে সদা সমুজ্জ্বল একটি মহান ব্রত। এই মহীয়সী, অকুতোভয় এবং আত্মোৎসর্গকারী মাহরীন চৌধুরীর সমাধিতে আজকে আমরা শ্রদ্ধা নিবেদন করতে পেরে গর্বিত।’
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহরীন চৌধুরীর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে বিজিবি কর্মকর্তা কর্নেল গোলাম রব্বানী এসব কথা বলেন। আজ শনিবার বেলা ১১টার দিকে বিজিবির রংপুর রিজিওন নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়া গ্রামে মাহরীন চৌধুরীর কবরে শ্রদ্ধা জানায়। এ সময় বিজিবির রংপুর, ঠাকুরগাঁও এবং নীলফামারীর উচ্চপদস্থ কর্মকর্তারা, রংপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং ঠাকুরগাঁও বর্ডার গার্ড উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কর্নেল গোলাম রব্বানী বলেন, প্রায় ২০ জন শিক্ষার্থীর প্রাণ বাঁচাতে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন শিক্ষক মাহরীন চৌধুরী। তিনি শরীরের ৮০ ভাগ দগ্ধ হওয়ার পরও আপ্রাণ চেষ্টা করেছেন শিশুদের প্রাণ বাঁচানোর জন্য। তাঁর এই মহান আত্মত্যাগ, মানবিকতা, সাহসিকতা পুরা জাতিকে অনুরণিত করেছে।
উল্লেখ্য, রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের পর শিশুদের বাঁচাতে গিয়ে প্রাণ হারান শিক্ষক মাহরীন চৌধুরী। গত মঙ্গলবার নীলফামারীর বগুলাগাড়ি চৌধুরীপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। মাহরীন চৌধুরী তাঁর নিজ গ্রামের বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]