[ad_1]
রাজশাহীতে অনুষ্ঠিত হলো এনআরবিসি ব্যাংক পিএলসির টাউন হল মিটিং। আজ শনিবার (২৬ জুলাই) শহরের একটি অভিজাত হোটেলে এই মিটিং আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. তৌহিদুল আলম খান। মিটিংয়ে উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও হারুনুর রশীদ, রাজশাহী জোনের প্রধান অসীম কুমারসহ সব শাখাপ্রধান, এরিয়া ইনচার্জ, উপশাখা ইনচার্জসহ সব কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের চলমান কার্যক্রম, ব্যবসায়িক লক্ষ্যমাত্রা, করপোরেট সুশাসন, কমপ্লায়েন্স, গ্রাহকসেবা, প্রযুক্তিনির্ভর সেবার সম্প্রসারণ, প্রান্তিক জনগণের অর্থনৈতিক অন্তর্ভুক্তি, কর্মীদের দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, ব্যাংকিং কার্যক্রমে সুশাসনের বিকল্প নেই। সর্বক্ষেত্রে নিয়মনীতি সঠিকভাবে পরিপালন নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যে ঋণমান বজায় রাখা, খেলাপি ও অবলোপন করা ঋণ আদায়, সুদবিহীন ও স্বল্প সুদের আমানত সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মো. তৌহিদুল আলম খান বলেন, ‘আমরা গ্রাহকদের সর্বোত্তম ব্যাংকিং সেবা নিশ্চিত করতে চাই। এই অঞ্চলে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি শিল্প উদ্যোক্তা ছড়িয়ে-ছিটিয়ে আছে। আমাদের শাখা, উপশাখাগুলোর মাধ্যমে এমএসএমই খাতকে সার্বিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই।’
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]