[ad_1]
রাজধানীর মোহাম্মদপুরে বুদ্ধিজীবী কবরস্থানের সামনে ধারালো অস্ত্র দিয়ে ফজলে রাব্বি সুমন নামের এক যুবকের ওপর হামলা করা হয়েছে। এতে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে একপর্যায়ে তাঁর মৃত্যু হয়। পুলিশ বলছে, হামলাকারী সুমনের পূর্বপরিচিত ছিল। তাঁদের দুজনের নামেই মামলা রয়েছে।
আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে সুমনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক।
নিহত সুমন (২৫) মোহাম্মদপুরের পাবনা হাউস গলিতে একটি হার্ডওয়্যারের দোকানে কাজ করতেন। তাঁর বাড়ি ভোলা সদর উপজেলার পখিয় গ্রামে। বাবার নাম বশির উদ্দিন।
সুমনের স্ত্রী মঞ্জুমা আক্তার জানান, আজ দুপুর ১২টার দিকে বন্ধুদের সঙ্গে মোহাম্মদপুরে বুদ্ধিজীবী কবরস্থানে গিয়েছিলেন সুমন। সেখানে মুন্না নামের একজন সুমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। সুমনের বন্ধুরা তাঁকে উদ্ধার করে শিকদার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
হামলাকারী সুমনের মোবাইল ফোন নিয়ে গেছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক বলেন, মোহাম্মদপুর থেকে গুরুতর আহত অবস্থায় সুমনকে তাঁর বন্ধুরা হাসপাতালে নিয়ে আসেন। এর কয়েক ঘণ্টা পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হামলাকারী সুমনের পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম বলেন, ‘জানতে পেরেছি, মুন্না নামের এক যুবক সুমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। মুন্না ও সুমন পূর্বপরিচিত। তারা মোহাম্মদপুরে একই সঙ্গে চলাফেরা করত। দুজনের নামেই মামলা রয়েছে। আরও বিস্তারিত জানতে কাজ করছে পুলিশ।’
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]