[ad_1]
চট্টগ্রামের কর্ণফুলীতে ‘জয় বাংলা’ বলে মিছিল করে টিকটক ভিডিও বানানোর সময় আটক ১২ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। শুক্রবার রাতে তাঁদের বিরুদ্ধে মামলাটি হয়।
আজ শনিবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে, গতকাল শুক্রবার বিকেলে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর ৬ নম্বর ওয়ার্ডের কালা মিয়ার দোকান এলাকা থেকে ওই ১২ জনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন ইয়াছিন আরাফাত (১৮), আব্দুল করিম (১৮), আবু হাছনাইন বিজয় (১৮), সাইফুল ইসলাম (১৯), আব্দুর রহমান (১৮), আরাফাত হোসেন (১৮), আশরাফুল জামাল (১৮), ফোরকান (১৯), মো. ইকবাল (১৯), আশিকুল ইসলাম (১৮), শরীফুল ইসলাম (১৮) ও আকিফুল ইসলাম আকিব (১৮)।
আটককৃতরা উপজেলার চরপাথরঘাটা ও চরলক্ষ্যা ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গ্রেপ্তার তরুণেরা ‘চুলকানি বাহিনী ফানি বিনোদন’ নামে একটি ফেসবুক পেজ চালান। ওই পেজে বিভিন্ন ভিডিও আপলোড করেন তাঁরা। তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে রাস্তায় মিছিলের আদলে টিকটক ভিডিও বানাচ্ছিলেন। ওই সময় পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের আটক করে এবং শুক্রবার রাতে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।
জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ১২ তরুণের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। আজ শনিবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
তবে, গ্রেপ্তার আব্দুর রহমানের পিতা জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা রাতভর থানায় ছিলাম ছেলেদের ছাড়িয়ে নিতে। কিন্তু পারিনি। ফানি ভিডিও বানিয়ে টিকটক করার দায়ে এভাবে আমাদের ছেলেদের জেলে পাঠানো হলো, যা হতাশাজনক।’
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]