[ad_1]
খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি, নিহত ৪
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১৪: ০৫
খাগড়াছড়ির দুর্গম এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত
খাগড়াছড়ির দীঘিনালায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুটি গ্রুপের মধ্যে গোলাগুলিতে চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দুর্গম জোড়া সিন্ধু কার্বারিপাড়ায় এ ঘটনা ঘটে।
এদিকে এ রকম কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন ইউপিডিএফ খাগড়াছড়ি জেলার সংগঠক অংগ্য মারমা। তিনি বলেন, সম্প্রতি ভাইবোনছড়ায় ত্রিপুরা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের বিরুদ্ধে চলমান আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতে এভাবে দুরভিসন্ধিমূলক মিথ্যা প্রচারে নেমেছে বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী। তিনি বলেন, ‘দীঘিনালায় ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গোলাগুলিতে ৪ ইউপিডিএফ সদস্য নিহত হওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা।’
খাগড়াছড়িতে জেএসএসের কোনো কার্যক্রম না থাকায় কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘নারাইছড়ি থেকে তিন-চার কিলোমিটার দূরে আধিপত্য বিস্তার করে জেএসএস (সন্তু লারমা) ও ইউপিডিএফের মধ্যে গতকাল রাতে গোলাগুলি হয়েছে এবং ইউপিডিএফের চারজন সদস্য নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। নিরাপত্তা বাহিনী যাওয়াটা অনেক কষ্টসাধ্য হওয়ায় এখনো পর্যন্ত নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।’
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]