[ad_1]
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে আছিয়া বেগম (৮৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। এক নারীকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামে এ সংঘর্ষ হয়। আছিয়া বেগম ওই গ্রামের মৃত আফার উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উত্তর গোবধা গ্রামের মৃত আফার উদ্দিনের ছেলে আব্দুল জলিল ওরফে দলিলের সঙ্গে ৭৪ শতাংশ জমি নিয়ে বিরোধ তাঁর চাচাতো ভাই একই এলাকার মৃত সোলেমান ধোন্দার ছেলে মতিয়ার রহমানের। জমি নিয়ে উভয় পক্ষের একাধিক মামলা থাকলেও বিরোধপূর্ণ জমির ১০ শতাংশে জলিলদের বসতি এবং বাকি সম্পত্তি মতিয়ারদের দখলে। আদালতে সাম্প্রতিক সময়ে রায় পান মতিয়ার। সাম্প্রতিক সময়ে স্থানীয় বৈঠকে মানবিক কারণে জলিলের বসতির ১০ শতাংশ ছেড়ে দেওয়ার দাবি তোলা হলে মতিয়াররা তাতে আপত্তি জানান। তাঁরা জলিলের বাড়ি করার জন্য অন্য কোথাও থেকে জমি দেওয়ার প্রতিশ্রুতি দেন, কিন্তু জলিল বাড়ি সরাতে আপত্তি জানান।
এ অবস্থায় শনিবার মতিয়াররা তাদের পূর্ব থেকে দখলীয় জমিতে হালচাষ করতে গেলে বাধা দেন জলিলের লোকজন। এ নিয়ে বিতর্ক থেকে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে ছেলে জলিলকে বাঁচাতে গিয়ে বৃদ্ধা আছিয়া বেগম প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আরও তিনজন আহত হন। তাঁদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে আদিতমারী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং মতিয়ার রহমানের ছোট ভাই রেজাউল ইসলামের স্ত্রীকে আটক করে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে আটক করা হয়েছে। আছিয়ার মৃতদেহ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]