[ad_1]
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় মান্নান হাওলাদার মনু (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মান্নান উপজেলার কয়খা গ্রামের রজ্জব আলী হাওলাদারের ছেলে এবং ঘাঘর (বর্তমানে পৌরসভা) ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য।
গতকাল শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার মাঝবাড়ি বাসস্ট্যান্ডের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
মান্নানের বড় ছেলে বাবুল হাওলাদার বলেন, ‘আমার বোনের বাড়ি গোপালগঞ্জ থেকে আমার পিতা আমাদের বাড়ি কোটালীপাড়ার উদ্দেশে ভ্যানে করে আসতেছিল। মাঝবাড়ি বাসস্ট্যান্ডের পূর্ব পাশে এলে পয়সারহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি বাস ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। এ ঘটনায় আমার পিতা গুরুতর আহত হয়। প্রথমে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়ার পথে রাতে মারা যান।’
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]