[ad_1]
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের ১০ম গ্রেডভুক্ত ‘নক্সাকার’ ও ‘এস্টিমেটর’ পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সূচি অনুযায়ী, আগামী ১১ আগস্ট থেকে এ পরীক্ষা শুরু হবে। দুই পদে মোট ১০৪ প্রার্থী অংশ নেবেন।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নক্সাকার পদের মৌখিক পরীক্ষা ১১ আগস্ট আর এস্টিমেটর পদের পরীক্ষা ১৮ আগস্ট সকাল ১০টা থেকে আগারগাঁওয়ে অবস্থিত পিএসসি ভবনে অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষার বোর্ডে শিক্ষাগত যোগ্যতার সব মূল/সাময়িক সনদ, প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, অভিজ্ঞতার সনদপত্রসহ প্রয়োজনীয় সব সনদ এবং চাকরিরত প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সিল স্বাক্ষরিত ছাড়পত্রের মূল কপি দাখিল করতে হবে। উল্লিখিত সনদ/কাগজপত্রের মূল কপি ছাড়া মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।
‘নক্সাকার’ ও ‘এস্টিমেটর’ উভয় পদে যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার দিন পছন্দক্রম ফরম পূরণপূর্বক মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে। একজন প্রার্থী উভয় পদে যোগ্য হলে তাঁকে উভয় পদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তবে পছন্দক্রমের ফরম একটিই দাখিল করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনোভাবেই একাধিক পছন্দক্রম ফরম জমা দেওয়া যাবে না। একাধিক পছন্দক্রমের ফরম জমা দিলে প্রার্থীর প্রার্থিতা বাতিল হিসেবে গণ্য হবে। মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যেকোনো সময় প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তের গুরুতর ঘাটতি পাওয়া গেলে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]