[ad_1]
মুন্সিগঞ্জের সিরাজদিখানে নৌকা ডুবে অমি শেখ (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পাথরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অমি শেখ ওই গ্রামের শাহীন শেখের ছেলে। সে শ্রীনগর সরকারি কলেজের শিক্ষার্থী ও এ বছর এইচএসসি পরীক্ষার্থী ছিল।
বাসাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য কামাল উদ্দিন জানান, বিকেলে অমি শেখ তার ভগ্নিপতি ও এক বন্ধুকে নিয়ে বাড়ির পাশের একটি পুকুরে নৌকা ভ্রমণে বের হয়। একপর্যায়ে নৌকাটি হঠাৎ উল্টে গেলে তিনজন পানিতে পড়ে যায়। ভগ্নিপতি ও বন্ধু সাঁতরে তীরে উঠতে পারলেও অমি শেখ সাঁতার না জানার কারণে ডুবে যায়।
স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অমিকে মৃত ঘোষণা করেন।
সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]