[ad_1]
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হারারেতে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজের আয়োজন করছে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে স্বাগতিকদের ২৭৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। যুব ওয়ানডের ইতিহাসে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন জরিক ফন স্কাল্কভিক (২১৫)। ছাড়িয়ে গেলেন ৭ বছর আগে করা শ্রীলঙ্কার হাসিতা বোয়াগোদার ১৯১ রান। ২০১৮ সালে কেনিয়ার বিপক্ষে লঙ্কান ব্যাটার ইনিংসটি খেলেছিলেন।
চার দিন আগেই নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকান ব্যাটারদের মধ্যে যুব ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ডটি নিজের করে নেন স্কাল্কভিক। এবার নিজেকে নিয়ে গেলেন সবার ওপরে। আজ হারারেতে জিম্বাবুয়ে যুবাদের বিপক্ষে ১৫৩ বলে ১৯ চার ও ৬ ছক্কায় ২১৫ রান করেন এই ওপেনার। আগের রেকর্ডটি ছিল হাসিতা বোয়াগোদার। ২০১৮ সালে কেনিয়ার বিপক্ষে ১৯১ রান করেন তিনি।
স্কাল্কভিকের ডাবল সেঞ্চুরির পর এক বল বাকি থাকতে ৩৮৫ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৬২ রানে ৬ উইকেট শিকার করেন তাতেন্দা চিমুগোরো। জবাবে স্বাগতিকেরা অলআউট হয় ১০৭ রানে। দুই ওপেনার ন্যাথানিয়েল হ্লাবাঙ্গানা (৩১) ও কুপাকুয়াশে মুরাদজি (৪০) ছাড়া আর কেউই ছুঁতে পারেননি দুই অঙ্ক। প্রোটিয়াদের হয়ে এনাথি কিতশিনি চারটি ও বায়ান্দা মাজোলা শিকার করেন ৩ উইকেট।
নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল একই ভেন্যুতে বাংলাদেশের যুবাদের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।
যুব ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ রান
ব্যাটার রান প্রতিপক্ষ সাল
জরিক ফন স্কাল্কভিক (দ. আফ্রিকা) ২১৫ জিম্বাবুয়ে ২০২৫
হাসিতা বোয়াগোদা (শ্রীলঙ্কা) ১৯১ কেনিয়া ২০১৮
জ্যাকব ভুলা (নিউজিল্যান্ড) ১৮০ কেনিয়া ২০১৮
থিও দোরোপুলাস (অস্ট্রেলিয়া) ১৭৯* ইংল্যান্ড ২০০৩
আম্বাতি রাইডু (ভারত) ১৭৭* ইংল্যান্ড ২০০২
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]