ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনে এআই অ্যাপ এলসা চালু


ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনে এআই অ্যাপ এলসা চালু
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ২১: ০২
রাজধানীর গুলশানে এক হোটেলে শুক্রবার ব্যাকবন লিমিটেড ও এলসার মধ্যে অংশীদারত্ব চুক্তি সই হয়। ছবি: আজকের পত্রিকা
ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) অ্যাপ ‘এলসা স্পিক’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে।
রাজধানীর গুলশানে এক হোটেলে আজ শুক্রবার ব্যাকবন লিমিটেড ও এলসার মধ্যে অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এই যাত্রা শুরু হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বলা হয়, এলসা (ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পিচ অ্যাসিস্ট্যান্ট) একটি মোবাইল অ্যাপ, যা এআই প্রযুক্তি ব্যবহার করে ইংরেজিকে দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহারকারীদের উচ্চারণ এবং সাবলীলভাবে কথা বলার দক্ষতা বাড়াতে সাহায্য করে। ২০১৫ সালে যাত্রা শুরু করা যুক্তরাষ্ট্রভিত্তিক এই অ্যাপ বিশ্বের ১৯০টি দেশের ৮ কোটির বেশি মানুষ ব্যবহার করছে।
এলসার দুটি বিশেষ সংস্করণ রয়েছে—এলসা স্কুল এবং এলসা বিজনেস। এলসা স্কুল ডিজাইন করা হয়েছে স্কুল-কলেজের জন্য। এটি শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ইংরেজি বলার দক্ষতা বাড়াতে সাহায্য করবে। অন্যদিকে এলসা বিজনেস করপোরেট বা অফিস ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়াসচিব মো. মাহবুব-উল-আলম; এলসা করপোরেশনের রাজস্ব বিভাগের ভাইস প্রেসিডেন্ট উইল পোলেস; ব্যাকবন লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন শেখ মাহিন, নির্বাহী পরিচালক আরিফ উল্লাহ খান ও মানবসম্পদ বিভাগের পরিচালক আমিনুর রহমান প্রমুখ।