[ad_1]
বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচনব্যবস্থা দ্রুত করতে হবে: শাবিপ্রবিতে নাহিদ
শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১৯: ৪৬
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই অভ্যুত্থানে শাবিপ্রবি অসীম সাহসিকতা দেখিয়েছিল। এখান থেকে লড়াই পুরো সিলেটে ছড়িয়ে পড়ে। এই আন্দোলনে বিশ্ববিদ্যালয়গুলো একেকটা দুর্গ হয়ে উঠেছিল। এই এক বছরে আমাদের অনেক চাওয়া-পাওয়া পূরণ হয়নি। তবে দেশে গণতন্ত্র ও মানবাধিকারের একটি পরিবেশ তৈরি হয়েছে।’
আজ শুক্রবার (২৫ জুলাই) বিকেলে ৫টার দিকে সুনামগঞ্জ থেকে সিলেট শহরের পথে ‘জুলাই পদযাত্রা’ নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকে এক সংক্ষিপ্ত সমাবেশে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
সমাবেশে নাহিদ ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচনব্যবস্থা দ্রুত করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোয় ঠিকমতো খাবার থাকতে হবে। লাইব্রেরিতে পর্যাপ্ত বই থাকবে। বিশ্ববিদ্যালয়গুলোতে একাডেমিক পরিবেশ নিশ্চিত করতে হবে।
নাহিদ আরও বলেন, ‘জুলাইপরবর্তী নতুন বাংলাদেশে কেউ প্রশ্নের ঊর্ধ্বে নয়। সবার সমালোচনা মাথায় নিয়ে তরুণদের নেতৃত্বে নতুন রাজনীতি তৈরি করতে চাই।’
পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে আরও এক সমাবেশে যোগ দেন এনসিপির নেতা–কর্মীরা।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]