[ad_1]
রাজধানীর মিরপুরে উচ্ছেদ নোটিশের প্রতিবাদে মানববন্ধন করেছে কাঁচামাল ব্যবসায়ী আড়তদার সমিতি। গতকাল বৃহস্পতিবার মিরপুরের হযরত শাহ আলী বাগদাদি (র.) মাজার এলাকায় এই মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০২২ সালের ২৩ জানুয়ারি শাহ আলী বাগদাদি (র.) মাজারের পশ্চিম পার্শ্বস্থ ওয়াকফ প্রশাসনের নিয়ন্ত্রণাধীন ১ দশমিক ২৮ (এক একর আটাশ শতাংশ) জায়গা সমিতির পক্ষে মো. সাইফুল ইসলাম গং ও মো. শাজাহান গংয়ের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু কোটি কোটি টাকা চাদাঁবাজি হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কায় স্থানীয় রাজনৈতিক ও প্রভাবশালীরা নানা কৌশলে বরাদ্দ পাওয়া জায়গাটি বুঝিয়ে দেননি।
তাঁরা আরও বলেন, ‘গত ৫ আগস্ট সরকারের পতনের মাধ্যমে আমাদের মধ্যে আশার সঞ্চার হয়। মাননীয় জেলা প্রশাসক মাজারের মোতাওয়াল্লি নিযুক্ত হওয়ায় অনেক আশা-ভরসা নিয়ে গত বছরের ডিসেম্বরে চুক্তি সম্পাদনের আবেদন করি। এরপর তদন্তকারী কর্মকর্তারা আমাদের বিষয়টি খুবই মানবিক ও অল্প সময়ের মধ্যে সুরাহা করার মৌখিক আশ্বাস দেন।
‘কিন্তু অত্যন্ত আশ্চর্যজনকভাবে কর্তৃপক্ষ আমাদের সঙ্গে কোনো রকমের আলাপ-আলোচনা না করে সাত দিনের মধ্যে বাজার খালি করার নোটিশ দিয়ে মাইকিং করা হয়। এই অমানবিক সিদ্ধান্তের কারণে শত শত ব্যবসায়ীর আজ পথে বসার উপক্রম হয়েছে।
‘আমরা সরকারের এ অমানবিক সিদ্ধান্তের প্রতিবাদ করছি এবং আমাদের সমিতির বরাদ্দ করা জায়গা বুঝিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।’
মানববন্ধনে বক্তব্য দেন ব্যবসায়ী শাজাহান, হাফিজুর রহমান হাফিজ, মনোয়ার হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]