[ad_1]
নেত্রকোনার বারহাট্টায় সাড়ে চার বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আহত শিশুটি বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেন শিশুর বাবা। এর আগে বিকেলে উপজেলা শহরে ঘটনাটি ঘটে। এতে অভিযুক্ত ১৬ বছরের এক কিশোর পলাতক রয়েছে।
পুলিশ ও ভুক্তভোগী শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত কিশোর খেলার কথা বলে শিশুটিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় কান্না করতে করতে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরিবারের লোকজন দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।’
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]